খেলা

৭২৪ রানের থ্রিলারে ক্রিকেটের জয়!

স্পোর্টস ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ৯:৩৮ পূর্বাহ্ন

বিশ্বকাপের বছরে নিজেদের প্রথম ওয়ানডেতেই রান উৎসবের প্রদর্শনী দেখালো ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। আর রেকর্ডময় ৭২৪ রানের থ্রিলারে জয় হলো ক্রিকেটের। জোড়া সেঞ্চুরিতে ক্রিস গেইলকে (১৩৫) আড়াল করে জেসন রয় ও জো রুট বুঝিয়ে দেন ২০১৯ বিশ্বকাপে কেন ইংল্যান্ড ফেভারিট। নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় টার্গেট তাড়া করে জয়ের রেকর্ড গড়লো ওয়ানডেতে বর্তমানে বিশ্বের নাম্বার ওয়ান দল। বুধবার বার্বাডোসের কেনসিংটন ওভাল মাঠে ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেয়া ৩৬১ রানের টার্গেট ৮ বল ও ৬ উইকেট হাতে রেখে অনায়াসেই টপকে যায় ইংল্যান্ড। আর টেস্ট সিরিজ (২-১) হারের পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে লিড নেয় সফরকারীরা। দু’দলের ৭২৪ রান ইংল্যান্ড-উইন্ডিজ ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ৬১৪ রান (২০১৭ সালে ওভালে)। আগামী ৩০শে মে ইংল্যান্ডে বসবে ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসর। আর বিশ্বকাপ শেষেই ওয়ানডে থেকে অবসর ঘোষণার পর নিজ মাঠে এটাই গেইলের শেষ সিরিজ। টস জিতে আগে ব্যাট করে ছক্কার রেকর্ড গড়ে গেইল ও ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের ৩৬০ রানের সংগ্রহে ছিল ২৩টি ছক্কা। যা ওয়ানডে এক ইনিংসে কোনো দলের সর্বাধিক ছক্কার রেকর্ড। যেখানে ইংল্যান্ডের ইনিংসে ছিল মাত্র ৬টি ছক্কা। উইন্ডিজের বিপক্ষেই কুইন্টটাউনে ২০১৪ সালের জানুয়ারিতে আগের ২২টি ছয় মেরেছিল নিউজিল্যান্ড। বার্বাডোসের ব্যাটিংবান্ধব উইকেটে মন্থর শুরুর পর বলের হিসেবে স্বভাবসুলভ ঝড় তুলতে পারেননি গেইল। তার ১২৯ বলে ১৩৫ রানের ইনিংসে ছিল ৩টি চার ও ১২টি ছয়ের মার। এতে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কার রেকর্ডে শহীদ আফ্রিদিকে (৪৭৬) পেছনে ফেলে এককভাবে শীর্ষে উঠে আসেন ক্যারিবীয় ‘ব্যাটিং দানব’। তবে ওয়ানডেতে আফ্রিদিকে (৩৫১) ছুঁতে হলে দ্বিতীয় স্থানে থাকা গেইলকে আরো ৬৪টি ছক্কা হাঁকাতে হবে। ইংল্যান্ড ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে নির্দিষ্ট একটি দলের বিপক্ষে সর্বোচ্চ ১০০ ছক্কার রেকর্ডও গড়েন গেইল। আর ওয়ানডেতে ২৪তম সেঞ্চুরিতে ১০ হাজার রানের আরো কাছে চলে এলেন তিনি। ২৮৫ ওয়ানডেতে গেইলের নামের পাশে ৯৮৬২ রান। কিন্তু বাজে ফিল্ডিং ও ক্যাচ মিসের মহড়ায় ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ সংগ্রহ করেও হার দেখে ক্যারিবীয়রা। ইংল্যান্ডের জয়ের নায়ক রয় ও রুট দু’জনই দু’বার করে জীবন পান। যেমনটা গেইল পেয়েছিলেন ব্যক্তিগত ৯ রানে রয়ের ক্যাচ মিসে। আর গেইলকে ছাপিয়ে ম্যাচসেরা জেসন রয় খেলেন ৮৫ বলে ১২৩ রানের বিস্ফোরক ইনিংস। তাতে ছিল ১৫টি চার ও ৩টি ছক্কা। ওপেনিং জুটিতেই ৯১ রান (১০.৫ ওভার) তোলেন রয় ও জনি বেয়ারস্টো (৩৪)। আর রয়-রুটের দ্বিতীয় উইকেট জুটিতে (১১৪) জয়ের ভিত পায় ইংল্যান্ড। রয় যখন ফেরেন দলীয় সংগ্রহ তখন ২৭ ওভারে ২০৫/২। তৃতীয় উইকেটে অধিনায়ক এউইন মরগানকে নিয়ে আরো ১১৬ রান যোগ করেন রুট। ৬৫ রান করেন মরগান। আর ৪৯তম ওভারে স্কোর টাই হওয়ার পর আউট হন ইংল্যান্ডের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রান করা রুট (১০২)। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের শেষদিকে ৮ বলে ১টি চার ৩টি ছক্কায় ২৫ রানের ঝড় দেখান অ্যাশলে নার্স। এ ছাড়া শাই হোপ ৬৪, ড্যারেন ব্রাভো ৪ ছক্কার সাহায্যে ৪০ রান করেন। ম্যাচ শেষে আক্ষেপ ঝরে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারের কণ্ঠে। তিনি বলেন, আমরা নিজেরাই নিজেদের অবস্থান কঠিন করে তুলেছি। বিশেষ করে আমাদের বোলাররা। অনেক সুযোগ মিস করেছি। প্রতিপক্ষ দলের সেরা খেলোয়াড়দের আপনি এতো সুযোগ দিতে পারেন না এবং এতে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশাও করা যায় না।

সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড প্রথম ওয়ানডে
টস: ওয়েস্ট ইন্ডিজ (ব্যাটিং)
ওয়েস্ট ইন্ডিজ: ৩৬০/৮ (গেইল ১৩৫, হোপ ৬৪, ব্রাভো ৪০, স্টোকস ৩/৩৭, রশিদ ৩/৭৪, ওকস ২/৫৯)।
ইংল্যান্ড: ৪৮.৪ ওভার, ৩৬৪/৪ (রয় ১২৩, রুট ১০২, মরগান ৬৫, হোল্ডার ২/৬৩, টমাস ১/৭২, বিশু ১/৭৮)।
ফল: ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: জেসন রয় (ইংল্যান্ড)
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status