এক্সক্লুসিভ

রিকশাতেই শেষ একটি পরিবার

স্টাফ রিপোর্টার

২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ৯:২২ পূর্বাহ্ন

বেদনাদায়ক। মর্মান্তিক। মুহূর্তেই শেষ একটি পরিবার। টগবগে তাজা জীবনগুলো এক সঙ্গে পুড়ে ছবি হয়ে গেছেন মুহূর্তে। চকবাজারের অগ্নিকাণ্ডের পর তিন সদস্যের পরিবারটিকে খুঁজছেন স্বজনেরা। তারা জানিয়েছেন, তারা নিশ্চিত অগ্নিকাণ্ডের সময় রিকশায় থাকা এ তিনজনই দগ্ধ হয়ে মারা গেছেন। সালেহ  আহমেদ, স্ত্রী নাসরিন জাহান ও একমাত্র ছেলে আফতাহিকে নিয়েই ছিল একটি সুখী পরিবার। নাসরিন জাহান চকবাজার মদিনা টাওয়ার মার্কেটের ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। আর সালেহ আহমেদ কাজ করতেন ইগলু কোম্পানির কেরানিগঞ্জ এলাকার ডিস্ট্রিবিউটর হিসেবে। ছেলে আফতাহি প্রথম শ্রেণির শিক্ষার্থী। ছেলের স্কুল শেষে মা তার কর্মস্থলে নিয়ে যেতেন। সালেহ আহমেদ তার অফিস শেষে স্ত্রী সন্তানকে নিয়ে বাসায় ফিরতেন। অন্যান্য দিনের মতো বুধবার রাতেও সালেহ আহমেদ তার অফিস শেষে স্ত্রী আর ছেলেকে নিয়ে বাসায় ফিরছিলেন। সাড়ে ১০টার পর তারা বাসায় ফেরেন। বাসায় আসার পথে রয়েছেন এমনটি বলেছেন বলে স্বজনদের মনে হয়। এ ফোনই ছিল পরিবারের সঙ্গে শেষ কথোপকথন।

তারা যখন ফোন দেন তখন তাদের কথা ভেঙে আসছিল। স্পষ্ট বুঝা যায়নি। কি বলেছে তাও স্বজনরা ঠিক ধরতে পারেনি। কয়েক সেকেন্ড কথার পরেই ফোন কেটে যায়। এরপরে আর তাদেরকে বাসা থেকে ফোন দিলেও পাওয়া যায়নি। এরপরে চুড়িহাট্টার কাছেই বাসা থেকে আগুনের খবর শুনতে পান স্বজনরা। এরপর তারা আগুনের ঘটনাস্থল আর হাসপাতালে তাদের খুঁজতে থাকেন। আগুনে পুড়ে যাওয়া এ দম্পতির ভাগিনা জাকির হোসেনের সঙ্গে ঢাকা মেডিকেলের মর্গের সামনে যখন কথা হয় তখন মামাতো ভাই আফতাহির ভিডিও দেখিয়ে বিলাপ করছিলেন তিনি। বলেন, ভাইটা আমাদের সঙ্গে অনেক আনন্দ-ফুর্তি করতো। এ ভিডিওটি এক সপ্তাহ আগে আমরা করেছি এক ঘরোয়া অনুষ্ঠানে। তিনি জানান, মামা-মামি এবং তাদের একমাত্র সন্তানকে নিয়ে সুখের সংসার ছিল। আফতাহি দেখতে আমার মতো ছিল। অনেকে দেখে আমার আপন ভাই-ই মনে করতো। তার সঙ্গে আমার কতশত স্মৃতি। নানা-নানি গ্রামে থাকেন। কি করে তাদের সান্ত্বনা দিবো জানি না। চার ভাইয়ের মধ্যে সালেহ ছিলেন সবার ছোট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status