এক্সক্লুসিভ

আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ৯:২০ পূর্বাহ্ন

পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মো. জাহিদ মালেক।

তিনি বলেন, ঢাকায় চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে। গতকাল দগ্ধদের আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিচ্ছেন। সবগুলো হাসপাতালকেই প্রস্তুত রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সকাল সাড়ে নয়টায় নগরীর সিভিল সার্জনস্থ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর মধ্য দিয়ে প্রাথমিক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো মেডিকেল বিশ্ববিদ্যালয়টি। ভাইস চ্যান্সেলরের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে সকাল দশটায় কার্যালয়ের কনফারেন্স হলে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ সময় তিনি বলেন, সিলেটের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর আন্তরিক। সিলেট ছোট একটি বিভাগ হওয়ায় আপাতত এখানে মেডিকেল বিশ্ববিদ্যালয় হওয়ার কথা নয়। কিন্তু শেখ হাসিনার আন্তরিকতায় এবং সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রচেষ্টায় গুরুত্ব বিবেচনায় সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়া হয়েছে। এ জন্য তিনি সিলেটের কৃতী সন্তান আবুল মাল আবদুল মুহিতকে ধন্যবাদ জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ, স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি এ এইচ এম এনায়েত হোসেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, সিলেট সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, সিলেটের সকল সরকারি-বেসরকারি কলেজ, নার্সিংহোম এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও কর্মকর্তাবৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status