দেশ বিদেশ

সাইনবোর্ডে বাংলার দৈন্যদশা

মোহাম্মদ ওমর ফারুক

২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ৯:০৯ পূর্বাহ্ন

 রক্ত দিয়ে কেনা বাংলা ভাষার মর্যাদা এখন বিশ্ব স্বীকৃত। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয় দুনিয়াজুড়ে। কিন্তু দেশেই যেন পদে পদে দৈন্যদশার শিকার বাংলা। প্রতিষ্ঠানের মুখচ্ছবি হলো এর সাইনবোর্ড। সেটি সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান হোক। এই সাইনবোর্ডে বাংলা ব্যবহারের দাবি আর এ নিয়ে উচ্চ আদালতের নির্দেশনার পরও দৈন্য কাটেনি। নানা উদ্যোগের পরও সাইনবোর্ডে সেই ইংরেজিরই প্রাধান্য।

আদালতের নির্দেশনার পর কিছু কিছু প্রতিষ্ঠান ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহার করলেও তাতে দরদের কোনো লক্ষণ নেই। দেশের সর্বত্র বাংলা ভাষার ব্যবহার বাড়ানোর জন্য ১৯৮৭ সালে প্রণয়ন করা হয় বাংলা ভাষা প্রচলন আইন। ওই আইনে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত অফিস, আদালতের কার্যাবলীতে বাংলা ভাষা ব্যবহার করতে হবে বলে বলা হয়। কর্মস্থলে কোনো কর্মী বাংলা ভিন্ন অন্য কোনো ভাষায় আবেদন কিংবা আপিল করলে তা অবৈধ এবং বেআইনি বলে গণ্য হবে বলে আইনে বলা হয়। শুধু তাই নয় সাইনবোর্ডসহ সকল স্থানে বাংলা ভাষা ব্যবহারের জন্য ২০১৪ সালের ১৭ই ফেব্রুয়ারি হাইকোর্টে একটি রিট করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। এরপর সর্বত্র বাংলাভাষার ব্যবহার বাড়াতে নির্দেশনা দেন হাইকোর্ট। সকল সাইবোর্ড ব্যানার, বিলবোর্ড, গাড়ির নম্বর ফলকে, সরকারি দপ্তরের নামফলক, গণমাধ্যমে ইংরেজি বিজ্ঞাপন বন্ধে সরকারকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন হাইকোর্ট। অথচ এমন নির্দেশনার পাঁচ বছর পরেও সাইবোর্ডে দেখা যাচ্ছে বাংলা নিয়ে দৈন্যদশা।

সরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ডেও এমনটি দেখা যাচ্ছে। সরজমিনে ঘুরেও দেখা মিলে এমন দৃশ্য। রাজধানীর গ্রিন রোডে অবস্থিত বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)’র কমপ্লেক্সটিতে নিজেদের নামফলকটিতে নেই কোনো বাংলার অস্তিত্ব। একই রোডে সোনালী ব্যাংকের ধানমন্ডি বাণিজ্যিক শাখার নামটিও রয়েছে ইংরেজিতে। যদিও পাশে রয়েছে বাংলা। শুধু তাই নয় তাদের মানিগ্রাম, এক্সপ্রেস মানি এসব সেবা বিজ্ঞাপনগুলোতে ব্যবহার হচ্ছে ইংরেজি শব্দ। সায়েন্সল্যাবে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের মূল সাইনবোর্ডটি বাংলায় থাকলেও গেটে লাগানো তাদের মনোগ্রামটি ইংরেজিতে করা। হাতিরপুলে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমেটেডের মনোগ্রামটির ওপরে ইংরেজি শব্দ এবং নিচে বাংলা শব্দ ব্যবহার করা হচ্ছে। ইস্কাটনে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড এর নামফলকটিতে কোনো অংশে বাংলা দেখা যায়নি। একই রোডে  বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রজেক্ট ১ এর নাম ফলকটিতেও বাংলা খুঁজে পাওয়া যায়নি।

৪৯ নিউ ইস্কাটন রোডে আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের নামটি ইংরেজি শব্দের ব্যবহার লক্ষ্য করা গেছে যদিও সেখানে ইংরেজি শব্দের নিচে ছোট করে বাংলা শব্দের ব্যবহার করেছে তারা। আইনজীবী ইউনুস আলী আকন্দ বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো ইচ্ছে করেই তারা ইংরেজি নামফলক ব্যবহার করছে। এতে করে সরকারের সদিচ্ছার ঘাটতি আছে। তাছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলোতেই যদি এমন দশা হয় তাহলে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অবস্থা অনুমান করা যায়। ইংরেজি শব্দের এমন ব্যবহার রোধে সরকারকে আরো ভূমিকা রাখতে হবে। সরকারি এসব প্রতিষ্ঠানের বাইরেও রাজধানীর অধিকাংশ প্রতিষ্ঠানেরই নামকরণ করা হয়েছে ইংরেজিতে। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড লেখা ইংরেজিতে। দেশি বিদেশি প্রতিষ্ঠা সাইনবোর্ডে কেবল ইংরেজিই ব্যবহার করছে। গত বছর সিটি করপোরেশনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করায় কিছু প্রতিষ্ঠান ইংরেজির সঙ্গে বাংলাও যুক্ত করে।

কিছু প্রতিষ্ঠানের সাইনবোর্ডের নিচে ছোট করে বাংলা লেখা দেখা যায়। রাজধানীতে ব্যবসা পরিচালনা করার জন্য সিটি করপোরেশন থেকে নিতে হয় ট্রেড লাইসেন্স। আর কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়ার সময় সিটি করপোরেশনের পক্ষ থেকে সাইনবোর্ড পরিদর্শন করার নিয়ম রয়েছে। এ নিয়ে গত বছর বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে বিদেশি ভাষায় লেখা সাইনবোর্ডের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানাও করেছিল ডিএনসিসি কর্তৃপক্ষ। কিন্তু এর কোনো আশানুরূপ ফল পাওয়া যায়নি।
এ ব্যাপারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা  মোহাম্মদ আবদুল হামিদ মিয়া বলেন, আমরা যাচাই বাছাই করেই তাদের অনুমতি দিয়ে থাকি কিন্তু পরে গিয়ে তারা আবার ইংরেজি শব্দ ব্যবহার করেন। তবে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। এবং সেটা অব্যাহত থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status