বাংলারজমিন

কোম্পানীগঞ্জে নির্মিত হচ্ছে ‘ভোলাগঞ্জ বর্ডার হাট’

মিনহাজ উদ্দিন, কোম্পানিগঞ্জ (সিলেট) থেকে ফিরে

২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ৯:০৪ পূর্বাহ্ন

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে নির্মিত হচ্ছে বর্ডার হাট। এই হাটের বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের বাণিজ্যিক প্রসারসহ উভয় দেশের জনগণের উপকারে আসবে। উভয় দেশের বাণিজ্যিক প্রসারের ২০১৬-২০১৭ সালে চিন্তা ধারা এবং ২০১৮ সালে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্যিক প্রসারে সীমান্ত হাট নির্মাণে ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় সিলেটের কোম্পানিগঞ্জের বাংলাদেশ এবং ভারতের জিরো পয়েন্ট (ভারত অভ্যন্তরে) এক একর জায়গার উপর প্রস্তাবিত এই বর্ডার হাটের পুরোদমে এগিয়ে চলছে। সরেজমিনে সোমবার কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ পরিদর্শনে গেলে দেখা যায় প্রস্তাবিত ভোলাগঞ্জ বর্ডার হাটের নির্মাণ কাজ চলছে পুরোদমে। ভোলাগঞ্জ এলসি স্টেশন সংলগ্ন এক একর এলাকা জোড়ে পিকআপ দিয়ে মাটি ভরাট এবং মাটি স্তূপ যান্ত্রিক পদ্ধতিতে বসানোসহ নির্মাণ শ্রমিকরা কাজ করছেন। স্থানীয় আমদানিকারক ও ব্যবসায়ী মো. সাহাব উদ্দিন জানান, সিলেটের কোম্পানিগঞ্জে ভোলাগঞ্জ বর্ডার হাটটি নির্মাণ কাজ বাস্তবায়ন হলে বাংলাদেশ এবং ভারতের বাণিজ্যিক প্রসারতা বৃদ্ধি পাবে। উভয় দেশের নাগরিকরা নিজ নিজ দেশের পণ্যদ্রবাদি, কৃষিজাত উৎপাদিত পণ্য বিক্রয়সহ স্থানীয় উভয় দেশের জনসাধারণের মধ্যে সুসম্পর্ক আরও প্রসারিত হবে। ভ্রাতৃত্বের বন্ধনও সুদৃঢ় হবে। এতে করে উভয় দেশ এবং দুটি দেশের জনগণের সামাজিক যোগাযোগ এবং প্রয়োজনার্থে বর্ডার হাটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। এ ব্যাপারে কথা হলে কোম্পানিগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী জানান, বাংলাদেশ এবং ভারতের সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ইতিবাচক বাস্তবায়ন হলো আজকের কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ বর্ডার হাটের নির্মাণ কাজ। উক্ত বর্ডার হাটটি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ এবং ভারত বন্ধু প্রতিম দুই রাষ্ট্রের  জনগণ এবং সরকারের মধ্যে সুসম্পর্ক আরো এগিয়ে যাবে। বাংলাদেশ এবং ভারতের স্থানীয় জনগণ এবং সরকার এ থেকে উপকারভোগী হবেন। এ ধরনের উদ্যোগ এবং বাস্তবায়ন উভয় দেশের সরকারের সুসম্পর্কের প্রতিফলন। বাংলাদেশ ভারতের বিদ্যমান এই সুসম্পর্ক ভবিষ্যতেও জোরদার রাখতে এবং স্থানীয়দের চাহিদা পূরণে ভোলাগঞ্জ বর্ডার হাট বাংলাদেশে সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানের বর্ডার হাটের মতোই ভূমিকা পালন করবে। এই বর্ডার হাট সম্পসারণসহ ভোলাগঞ্জ এলসি স্টেশনকে আধুনিকায়নে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছেন। অচিরেই সেই প্রকল্পও শুরু হয়ে যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status