বাংলারজমিন

আওয়ামী লীগ বাংলা ভাষাকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে: বস্ত্র ও পাটমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ৯:০৩ পূর্বাহ্ন

 বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশের মানচিত্র আর বঙ্গবন্ধুর মুখচ্ছবি এক অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানের হাতে গড়া দল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই ভাষা শহীদদের রক্তের বিনিময় অর্জিত বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি এনে দিয়েছে। বিশ্ববাসী জানতে পেরেছে ভাষার জন্য আমাদের যুদ্ধের রক্তাক্ত ইতিহাস। বিশ্ব দরবারে আরো উচ্চত হয়েছে আমাদের শহীদ দের আত্মত্যাগের গল্প। বাংলা আজ বিশ্বের সেরা ৭টি ভাষার অন্যতম। বাংলাদেশের সম্মানে এক যোগে পৃথিবীতে মাতৃভাষা দিবস উদযাপিত হয়। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভূঁইয়া, উপজেলা সহকারী কমিশনা (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, হাবিবুর রহমান হারেজ, নুরুল ইসলাম জাহাঙ্গীর, হাবিবুর রহমান হাবিব, আবদুল আজিজ, কাঞ্চন পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক প্রমুখ। এর আগে বুধবার রাতে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন ও শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন মন্ত্রী। অন্যদিকে বৃহস্পতিবার সকালে উপজেলার কায়েতপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান, রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক, কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কাঞ্চন বাজারে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন। কাঞ্চন এফএনএফ ফাউন্ডেশনের উদ্যোগে শহীদদের আত্মার মারফিরাত কামনায় বিশেষ দোয়া ও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এমএ হালিম, সাধারণ সম্পাদক আওলাদ মাহবুব, সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাবু, সাংবাদিক জয়নাল আবেদীন জয়, রিয়াজ হোসেন, মাছুদ চৌধুরী, সজিব মিয়া, ফরিদ হোসেন, সাইদুর রহমান, সোহেল মাহমুদ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status