বিনোদন

পপির নতুন অভিজ্ঞতা

স্টাফ রিপোর্টার

২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ৭:৫৫ পূর্বাহ্ন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি চলতি বছর ওয়েব সিরিজে কাজ করেছেন। এর নাম ‘ইন্দুবালা’। অনন্য মামুন পরিচালিত এই ওয়েব সিরিজটি প্রচারের পর বেশ সাড়াও পান তিনি। তবে নতুন ছবির কাজ শুরু হওয়ার কথা থাকলেও ব্যাটে বলে মিলছে না বলে জানান তিনি। অনেকদিন ধরেই তিনি বলে আসছেন ভিন্ন ধরনের গল্পের ছবিতে কাজ করতে চান। তবে সেরকম পছন্দমতো কাজের অভাবে ক্যামেরার সামনে দাঁড়াতে পারছেন না। বর্তমানে ভিন্নধর্মী কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন। পপি জানান, মনের মতো গল্প পাচ্ছি না। বর্তমানে অনেক সংকটের মধ্য দিয়ে পার হচ্ছে আমাদের চলচ্চিত্র। এখন ঢাকার বাইরে আরএফএল (প্রাণ) কোম্পানির পণ্য প্রচারণায় বিভিন্ন জেলায় যাচ্ছি আমিসহ বেশ কয়েকজন তারকা। এই ধরনের কাজ প্রথমবার করছি। তবে বেশ ভালো এনজয় করছি। নতুন অভিজ্ঞতাও বলতে পারেন। এ ছাড়া বিভিন্ন জমকালো ইভেন্টের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি চলতি মাসে অংশ নিয়েছি। তবে আমার অপেক্ষা ভালো চলচ্চিত্রের জন্য। মনের মতো গল্পের ছবিতে কাজ করতে চাই আমি। গত বছর শেষ হতে না হতেই ‘যুদ্ধ শিশু’ এবং ‘টার্ন’ নামের দুটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর দেন তিনি। শহীদুল হক খানের পরিচালনায় সেই ছবি দুটির কাজ শুরু হওয়ার কথা থাকলেও নানা কারণে তা এখনো শুরু হয়নি। বর্তমানে ‘সাহসী যোদ্ধা’, ‘সেভ লাইফ’, ‘কাটপিছ’ এবং ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ নামের ছবিগুলো তার হাতে রয়েছে।  উল্লেখ্য, ১৯৯৭ সালে ‘কুলি’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে রূপালী পর্দায় কাজ শুরু করেন পপি। এ পর্যন্ত ‘কারাগার’ (২০০৩), ‘মেঘের কোলে রোদ’ (২০০৮) ও ‘গঙ্গাযাত্রা’ (২০০৯)-তিন ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status