খেলা

গেইলের অন্যরকম উদযাপন

স্পোর্টস ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৪:২৭ পূর্বাহ্ন

২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডেকে বিদায় বলে দেবেন। আর সেই ঘোষণার পর নিজ মাঠে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি তুলে নেন ক্রিস গেইল (১৩৫)। গতকাল বার্বাডোসে সেঞ্চুরির পর ব্যাটের বাট দিয়ে হেলমেট উপরে তুলে ধরেন ক্রিস গেইল। এই উদযাপন যেন ওয়েস্ট ইন্ডিজ পতাকার প্রতীক। ৩৬০ রানের দলীয় ইনিংস শেষে গেইল বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের পতাকা উঁচিয়ে ধরো। ঘরের মাঠে এটাই আমার শেষ সিরিজ। এতো উঁচিয়ে ধরো, সবাই যেন তা দেখার সুযোগ পায়।’ কিন্তু ইংল্যান্ডের হয়ে জোড়া সেঞ্চুরিতে গেইলকে আড়াল করে দেন জেসন রয় (৮৫ বলে ১২৩) ও জো রুট (১০২)। ৮ বল ও ৬ উইকেট হাতে রেখেই নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় টার্গেট তাড়া করে জয়ের রেকর্ড গড়ে ইংলিশরা। অর্ধশতক করে দলের জয়ে ভূমিকা রাখেন অধিনায়ক এউইন মরগ্যান (৬৫)। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে অর্ধশতক পান শাই হোপ (৬৪)। গেইলের ১২৯ বলের ইনিংসে চিল ৩টি ছক্কা ও ১২টি চারের মার। এতে আন্তর্জাতিক ক্রিকেটে শহীদ আফ্রিদির ৪৭৬ ছক্কার রেকর্ড পেছনে ফেলেন গেইল। আর ওয়ানডে ইনিংসে রেকর্ড ২৩টি ছক্কার প্রদর্শনী দেখায় ওয়েস্ট ইন্ডিজ। আগামীকাল পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status