খেলা

জুভেন্টাসের বিপক্ষে দারুণ জয় অ্যাটলেটিকোর

স্পোর্টস ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৪:১০ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর লাড়াইয়ে জুভেন্টাসের বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। শেষ বারো মিনিটের ভেলকিতে ২-০ গোলে জয় তুলে নেয় অ্যাটলোটিকো। ওয়ান্ডা মেট্রোপলিটনোতে ম্যাচে প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্যতে। তবে কোন গোলে দেখা না পেলেও এগিয়ে ছিল জুভেন্টাস। কিন্তু বিরতির পর তেতে উঠে অ্যাটলেটিকো আক্রমণভাগ। একের পর এক আক্রমণে কাপিয়ে তোলে জুভেন্টাসের রক্ষণভাগ। আক্রমণকে গোলে পরিনত করেতে ব্যর্থ হয় অ্যাটলেটরা। ম্যাচের ৫০তম মিনিটে জুভেন্টাসের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি ডিয়াগো কস্তা। অ্যান্তিনিও গ্রিজম্যানে শটতো গোলপোস্টে লেগে ফিরে এসেছে। ঘরের মাঠে অ্যাটলেটিকোর গোলের দেখা পেতে সময় লেগেছে ৭৮মিনিট। উরুগুয়ান ডিফেন্ডার গিমেনেনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এর পাঁচ মিনিট পর আবার উদযাপনের উপলক্ষ্য। এবার ডান পায়ের কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুন করেন অ্যাটলেটের আরেক উইগুয়ান ডিফেন্ডার ডিয়েগো গডিন। অ্যাটলেটিকোর বিপক্ষের ম্যাচে নিষ্প্রভ ছিলেন পতুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পুরো ম্যাচে সাতটি শট নিয়েছেন, তারমধ্যে অনটার্গেটে শট ছিল মাত্র একটি। কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন ‘সিআর সেভেন’। শেষ পযর্ন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়ে তুরিনের বুড়িরা। চ্যাম্পিয়ন্স লীগে শেষ আট ম্যাচে গোল করেছেন মাত্র একটি। ১২ মার্চ শেষ ষোলোর লড়াইয়ে দ্বিতীয় লেগে আবার জুভেন্টাসের মুখোমুখি হবে অ্যাটলেটিকো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status