খেলা

ফ্লেমিংয়ের রেকর্ড ভাঙলেন টেইলর

স্পোর্টস ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৯:৩৭ পূর্বাহ্ন

রেকর্ড গড়তে ৫১ রানের দরকার ছিল রস টেইলরের। বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ফিফটি হাঁকিয়েই তা পূরণ করলেন এ কিউই ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের ব্যাট হাতে সর্বাধিক রান সংগ্রহে স্টিফেন ফ্লেমিংকে ছাড়িয়ে গেলেন রস টেইলর। গতকাল ডানেডিনে বাংলাদেশের বিপক্ষে ৬৯ রানের ইনিংস খেলেন রস টেইলর। এতে ২১৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে টেইলরের সংগ্রহ দাঁড়ালো ৮ হাজার ২৬ রানে। ক্যারিয়ারে ২৭৯ ম্যাচে সাবেক অধিনায়ক ফ্লেমিংয়ের সংগ্রহ ৮ হাজার ৭ রান। ওয়ানডেতে নিউজিল্যান্ডের সর্বাধিক ২০ সেঞ্চুরির কীর্তিও টেইলরের। ক্যারিয়ারে ৬৬টি হাফ সেঞ্চুরির মালিক তিনি। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে টেইলর বলেছিলেন, ‘আপনি যখন প্রচুর ম্যাচ খেলবেন রেকর্ড নিজে নিজে আপনার কাছে আসবে। ফ্লেমিংকে দেখে আমরা বড় হয়েছি। আমার মেন্টর মার্টিন ক্রো বলতেন, সব সময় রেকর্ড গড়ার চেষ্টা করো।’ আর গতকাল ম্যাচ শেষে টেইলর বলেন, ‘সহযোগিতা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। ফ্লেমিংয়ের রেকর্ড ভেঙে সম্মানিত বোধ করছি। নিউজিল্যান্ডের ক্রিকেটকে তিনি উঁচুতে নিয়ে গেছেন।’  ২০০৬ সালে অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় রস টেইলরের। টেইলর বলেন, ‘রেকর্ড গড়া হয় অন্যজন সেটা ভাঙার জন্যে। আমি চাই এই রেকর্ড কেন উইলিয়ামসন কিংবা মার্টিন গাপটিল ভাঙবে।’ গতকাল ডানেডিনে ইনিংসের ৩৩তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে এক রান নিয়ে ফ্লেমিংকে টপকে যান টেইলর। সঙ্গে সঙ্গে করতালিতে টেইলরকে অভিনন্দন জানায় ইউনিভার্সিটি ওভাল মাঠে উপস্থিত দর্শকরা। ওয়ানডেতে নিউজিল্যান্ডের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ৮০০০ রান পূর্ণ হলো টেইলরের। ২০০৭ বিশ্বকাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে এই ল্যান্ডমার্ক স্পর্শ করেন ফ্লেমিং। ওয়ানডে ক্যারিয়ারে ওটাই ছিল ফ্লেমিংয়ের শেষ ম্যাচ। টেস্ট ক্রিকেটেও নিউজিল্যান্ডের ব্যাট হাতে সর্বাধিক ৭১৭২ রানের রেকর্ড ফ্লেমিংয়ের। ৬৪৯ রানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন টেইলরই। আগামী ২৮শে ফেব্রুয়ারি শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status