বিনোদন

বিশ্রামে জাহিদ হাসান

স্টাফ রিপোর্টার

২০ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, ৩:১৪ পূর্বাহ্ন

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান কয়েকদিন আগে ঈদের দুটি সাত পর্বের ধারাবাহিকের শুটিংয়ে নেপাল যান। সেখান থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে বর্তমানে তিনি বাসায় বিশ্রামে আছেন বলে জানান ‘মীরাক্কেল’খ্যাত অভিনেতা জামিল হোসেন। জাহিদ হাসানের অসুস্থতার খবরের বিষয়ে তিনি বলেন, পরিচালক আদিবাসী মিজানের ‘গল্প নেই’ এবং যুবরাজ খানের ‘ভুল থেকে ফুল’ নামের দুটি সাত পর্বের ধারাবাহিক নাটকের কাজে আমরা নেপালে গিয়েছিলাম। গত ১০ই ফেব্রুয়ারি নেপাল যাওয়ার টিমে জাহিদ ভাই, অভিনেতা সাজু খাদেম, আরফান, অভিনেত্রী তানহা, আইরিনসহ আমি ছিলাম। দুটি নাটকে আমিও অভিনয় করেছি। মূলত আসছে ঈদের জন্য নির্মিতব্য এ নাটকের শুটিংয়ে আমরা নেপালে অংশ নিই। ১৭ই ফেব্রুয়ারি শুটিং শেষে নেপাল থেকে ফিরেই সাধারণ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন জাহিদ হাসান। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। চিকিৎসক জানিয়েছেন, ঠা-াজনিত সমস্যা, প্রেসার, ডায়াবেটিস এসব কারণে জাহিদ হাসান অসুস্থ হয়ে পড়েন। তবে, এখন এই জাহিদ ভাইয়ের শারীরিক অবস্থা অনেকটাই ভালো। তিনি বাসায় বিশ্রামে রয়েছেন। জামিল আরো জানান, আমি হাসপাতালে জাহিদ ভাইকে দেখতে গিয়েছিলাম। ঠা-াজনিত সমস্যায় আক্রান্ত হয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালে গত চারদিন ধরে ভর্তি ছিলেন জাহিদ হাসান। এখন ভালো আছেন। তবে তার পুরোপুরি সুস্থ হতে আরো কিছুদিন বাসায় বিশ্রামে থাকতে হবে। চলতি বছরে মুক্তির প্রতীক্ষায় আছে জাহিদ হাসান অভিনীত দুটি আলোচিত ছবি। এরমধ্যে একি মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘শনিবারের বিকেল’ এবং অন্যটি গোলাম সোহরাব দোদুলের ছবি ‘সাপলুডু’।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status