বাংলারজমিন

বিয়ানীবাজারে নৌকার প্রার্থীর বিরুদ্ধে ৫ স্বতন্ত্র প্রার্থী

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, ৯:৩৬ পূর্বাহ্ন

 বিয়ানীবাজার উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে পাঁচজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে আবার তিনজন প্রার্থী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদবিধারী। অপর দু’জন সরাসরি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। তবে, তারা দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করছেন না। এখানে বিএনপি-জামায়াত সমর্থিত কেউ মনোনয়নপত্র জমা দেননি। বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেয়া প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, সাংগঠনিক সম্পাদক ও শহীদ পরিবারের সন্তান মোহাম্মদ জাকির হোসেন, কার্যকরী কমিটির সদস্য শামীম আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম পল্লব, জাতীয় পার্টির সভাপতি আবুল হাসনাত ও সহসভাপতি আলকাছ আলী। উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন জানান, গতকাল মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ উপজেলায় আগামী ১৮ই মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনী কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ, পৌর আওয়ামী লীগের সহসভাপতি খছরুল হক খছরু, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. জামাল হোসেন, ছাত্রলীগ নেতা আশরাফুল হক রুনু ও চারখাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা মামুনুর রশীদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান প্যানেল মেয়র রুকসানা বেগম লিমা ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাসিনা বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বলেন, নির্বাচন নিয়ে সব শঙ্কা দূর করার একমাত্র সুযোগ আসন্ন উপজেলা নির্বাচন। প্রশাসন সেই সুযোগ সৃষ্টি করে নির্বাচনী পরিবেশের উপর আস্থা ফেরাতে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী জামাল হোসেন বলেন, দলীয়ভাবে এ পদে মনোনয়ন দেয়া না হলেও তিনি আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সমর্থন নিয়ে নির্বাচন করবেন।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status