খেলা

ছয় নম্বর ম্যাচে পয়েন্ট খোয়ালো বসুন্ধরা

স্পোর্টস রিপোর্টার

২০ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, ৯:১৪ পূর্বাহ্ন

পাঁচ ম্যাচ জয়ের পর হোঁচট খেল বসুন্ধরা কিংস। বড় দলগুলোকে হারালেও এবার তারা জয়বঞ্চিত হয়েছে বিজেএসির কাছে। টানা পাঁচ ম্যাচ জিতে প্রথম বার পয়েন্ট খোয়ালো শিরোপা স্বপ্ন দেখা নবাগত দলটি। গতকাল নোয়াখালীর শহীদ বুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বসুন্ধরাকে রুখে দিয়েছে কর্পোরেট দলটি। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। কেবল পয়েন্টই হারায়নি বসুন্ধরা, লালকার্ডও দেখতে হয়েছে মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীকেও। এই ড্রয়ে ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে বসুন্ধরা কিংস। অন্যদিকে সাত ম্যাচে তিন পয়েন্ট নিয়ে দশমস্থানে বিজেএমসি।
কোটি কোটি টাকা খরচ করে তারকাদের দলে ভেড়ানো। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনকে দায়িত্ব দেয়া। রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকার কলিন্দ্রেসকে উড়িয়ে আনা। নতুন মৌসুমে এসেই হইচই ফেলে দিয়েছিল দলটি। ফেডারেশন কাপে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকলেও স্বাধীনতা কাপে ঠিকই সোনালী ট্রফি জিতে নেয় দলটি। ফলে প্রিমিয়ার ফুটবল লিগে তাদের কাছে প্রত্যাশা আরো বেড়ে যায় সমর্থকদের। প্রত্যাশা আর প্রাপ্তির মেলবন্ধন ঠিকই ঘটাতে শুরু করেছিল বসুন্ধরা কিংস। দেশের ফুটবলের সর্বোচ্চ আসর প্রিমিয়ার ফুটবল লিগে শেখ জামালকে ১-০ গোলে, ঢাকা আবাহনীকে ৩-০, নোফেলকে ২-০, মুক্তিযোদ্ধাকে ৩-১ ও রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়ে কাঙ্ক্ষিত পথেই ছিল তারা। কিন্তু ষষ্ঠ ম্যাচে এসেই হোঁচট খেলো।
অবশ্য নোয়াখালীর শহীদ বুলু স্টেডিয়াম নিয়ে অভিযোগের অন্ত নেই সফরকারী দলগুলোর। নতুন এই ভেন্যুতে এ পর্যন্ত পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে খেলেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও সাইফ স্পোর্টিং ক্লাব। বুলু স্টেডিয়ামের মাঠ নিয়ে অনুযোগ ছিল প্রত্যেকটি দলেরই। এবার অভিযোগটি করলেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানও। মুঠোফোনে তিনি জানান, ‘পেশাদার লীগ হওয়ার মতো মাঠ নয় এটি। মাঠের মধ্যখানে ক্রিকেট পিচ। জায়গায় জায়গায় ঘাস নেই। বল রীতিমতো অধিক বাউন্স করে। এমন মাঠে নিজেদের স্বাভাবিক খেলাটাও খেলতে পারেনি ছেলেরা।’ তিনি যোগ করেন, ‘নিম্নমানের রেফারিং হয়েছে। নাসিরের ফাউলটি হলুদকার্ড পাওয়ার যোগ্য নয়। সেখানে রেফারি জালালউদ্দিন সরাসরি লালকার্ড দেখিয়েছেন।’ তবে জানা গেছে, ৭৭ মিনিটে বল নিয়ে এগিয়ে যাওয়া বিজেএমসির নাইজেরিয়ান ফরোয়ার্ড স্যামসন ইলিয়াসুকে অবৈধভাবে বাধা দেন নাসির উদ্দিন চৌধুরী। আর তাতেই রেফারি লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন তাকে। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status