খেলা

লরিয়েস বর্ষসেরা বাইলস, জকোভিচ, ফ্রান্স

স্পোর্টস ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, ৯:১৪ পূর্বাহ্ন

২০১৯ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস’র শীর্ষ দুইটি পুরস্কার জিতলেন টেনিস তারকা নোভাক জকোভিচ ও জিমন্যাস্ট সিমোন বাইলস। সোমবার মোনাকোতে জমকালো আয়োজনে গত বছরের সেরা ক্রীড়াবিদদের পরস্কৃত করা হয়। বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার জেতেন জকোভিচ। এ নিয়ে চতুর্থবার বর্ষসেরা হলেন তিনি (২০১২, ২০১৫, ২০১৬)। গত বছর উইম্বলডন ও ইউএস ওপেনের শিরোপা উঁচিয়ে ধরেন সার্বিয়ান সুপারস্টার। ২০১৯ সালের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনেও চ্যাম্পিয়ন হন র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানধারী জকোভিচ। সেরা নারী ক্রীড়াবিদ নির্বাচিত হন ২১ বছর বয়সী বাইলস। যুক্তরাষ্ট্রের হয়ে ২০১৮ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৪টি মেডেল, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক জেতেন তিনি। টেক্সাসের হিউস্টনে একটি জিমনেস্টিকস ইভেন্টে উপস্থাপনা করায় লরিয়াস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বাইলস। লরিয়াস অ্যাওয়ার্ডে রেকর্ড সর্বোচ্চ ৬টি পুরস্কার (৫টি বর্ষসেরা খেলোয়াড় ও ১টি কামব্যাক) সুইস টেনিস কিংবদন্তি রজার ফেদেরারের দখলে। ফুটবল বিশ্বকাপ জয়ী ফ্রান্সকে বছরের সেরা দল ঘোষণা করা হয়। আজীবন সম্মাননা পান আর্সেনালের কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার। কামব্যাক (প্রত্যাবর্তন) অ্যাওয়ার্ড জেতেন আমেরিকান গলফার টাইগার উডস। আর ব্রেকথ্রু অব দ্য ইয়ার নির্বাচিত হন ব্যাক-টু-ব্যাক গ্র্যান্ড স্লাম জয়ী জাপানিজ সেনসেশন নাওমি ওসাকা। ১৪ বারের মেজর চ্যাম্পিয়ন উডস মৌসুমের শেষ ট্যুর চ্যাম্পিয়নশিপ জেতেন। মেরুদণ্ডে অপারেশনের পর পাঁচ বছরে এটি তার প্রথম শিরোপা। গত বছর ইউএস ওপেন দিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লামের স্বাদ নেন ২১ বছর বয়সি ওসাকা। আর গত মাসে অস্ট্রেলিয়ান ওপেনেও বাজিমাত করেন তিনি। এতে এশিয়ার প্রথম নারী খেলোয়াড় হিসেবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার কীর্তি করেন ওসাকা। ডিসঅ্যাবিলিটি অ্যাওয়ার্ড জেতেন ২০১৮ শীতকালীন প্যারালিম্পিকসে ৪টি গোল্ড মেডেল জয়ী স্লোভাকিয়ার স্কায়ার হেনরিয়েতা। এক্সেপশনাল অ্যাচিভমেন্ট পুরস্কার পান বার্লিন ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়া কেনিয়ার ইলিউড কিপচোগে। আমেরিকান স্নোবোর্ডার ক্লোয়ে কিমকে দেয়া হয় ‘অ্যাকশন স্পোর্টস পারসন অব দ্য ইয়ার’ পুরস্কার। আর স্পিরিট অব স্পোর্ট অ্যাওয়ার্ডে ভূষিত হন সদ্য অবসরে যাওয়া যুক্তরাষ্ট্রের স্কি খেলোয়াড় লিন্ডসে ভন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status