খেলা

২০ বলেই ওয়ানডে ম্যাচে জয়!

স্পোর্টস রিপোর্টার

২০ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, ৯:১২ পূর্বাহ্ন

লিস্ট ‘এ’ ওয়ানডে ম্যাচে অদ্ভুত এক ঘটনার জন্ম দিয়েছে ওমান ও স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ঘরের মাঠে মাত্র ২৪ রানেই গুটিয়ে যায় ওমান জাতীয় দল। জবাবে মাত্র ২০ বলের মধ্যে ১০ উইকেটের জয় তুলে নেয় স্কটল্যান্ড।
লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে এটি কোনো জাতীয় দলের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড। সবমিলিয়ে এটি তালিকায় চতুর্থ। লিস্ট ‘এ’ ম্যাচে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের। ২০০৭ সালে ব্লেয়ারমন্টে বার্বাডোজের বিপক্ষে মাত্র ১৮ রানেই গুটিয়ে গিয়েছিল তারা। ওমান আর স্কটল্যান্ডের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে আল আমারাতে। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ওমান। দলের পক্ষে দুই অংক ছোঁয়া একমাত্র ব্যাটসম্যান তিন নম্বরে নামা খাওয়ার আলি। তিনি করেন ১৫ রান। বাকিরা কেউ দশও করতে পারেননি। স্কটল্যান্ডের দুই বোলার রোয়াদ্রি স্মিথ আর আদ্রিয়ান নিল সমান ৭ রান খরচ করে নেন ৪টি করে উইকেট। জবাব দিতে নেমে স্কটিশ দুই ওপেনার ক্রুস আর কোয়েটজার ৩.২ ওভারেই দলকে জয় এনে দিয়েছেন। ২৮০ বল হাতে রেখে পাওয়া এই জয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status