বাংলারজমিন

বইমেলায় মেতেছে ইবি

ইবি প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, ৮:৫৯ পূর্বাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। প্রথমবারের মতো বইমেলা পেয়ে মেতে উঠেছে শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো বিশ্ববিদ্যলয় পরিবার। গতকাল দুপুর ১২টায় মেলার উদ্বোধন করেন ভিসি ড. রাশিদ আসকারী। লেখক, পাঠক, ক্রেতা আর দর্শনার্থীর উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে উঠেছে স্টলগুলো। মেলা চলবে আগামী ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত। সরজমিন দেখা যায়, অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী আলোচনাসভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলা মঞ্চ প্রাঙ্গণে সাজানো হয়েছে বইমেলার বাহারি স্টল। এবার বাংলা, ইংরেজি, আরবি, কোরআন, হাদিস, অর্থনীতি, ইতিহাস, ব্যবস্থাপনা, লোকপ্রশাসন, ফোকলোর, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগসহ ১৬টি স্টলে বই প্রদর্শনী ও বিক্রয় চলছে। মেলার বাড়তি আকর্ষণ বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থীর নতুন বই। বাদ যায়নি শিক্ষকদের বইগুলোও। এর মধ্যে আরবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনের কাব্যগ্রন্থ বিশ্বাসে মিথ্যের প্রলেপ, মাসুম আলভী’র জোছনার বসতবাড়ি ও সিয়াম বিন আহমাদ’র গল্পগ্রন্থ রৌদ্রে পোড়া জোনাকি, বাংলা বিভাগের চতুর্থ বর্ষের জি কে সাদিকের প্রবন্ধ কাল দর্পণের দর্শক, আইন বিভাগের আহমদ বিন হাবিবের কাব্যগ্রন্থ বাংলাদেশ, আল হাদিস বিভাগের সালেহ ফুয়াদের স্যাম চাচাকে লেখা মন্টোর চিঠি এবং একই বিভাগের সাব্বির জাদিদের উপন্যাস ভাঙনের দিন পাঠকের নজর করেছে।
এ ছাড়া ভিসি ড. রাশিদ আসকারীর ১৯৭১ ও অন্যান্য গল্প, আরবি বিভাগের প্রফেসর ড. মাহফুজুর রহমানের জান্নাতের সন্ধানে, প্রফেসর ড. কামরুল হাসানের বিশ্বাস-অবিশ্বাস এবং লোক প্রশাসন বিভাগের শিক্ষক মুন্সি মুর্তজা আলীর মোহন জলের জালে শোভা পাচ্ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের কয়েকশত পৃথক বইয়ে সুশজ্জিত রয়েছে স্টলগুলোতে। মেলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সৎসাহে ভিড় জমিয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status