বাংলারজমিন

কুড়িগ্রামে ইউসিসিএ কর্মচারীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে

২০ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, ৮:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত ইউসিসিএ (উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি) রাজস্ব বাজেটভুক্ত কর্মচারীরা বেতনের দাবিতে মানববন্ধন করেছে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এসময় বক্তব্য দেন ইউসিসিএ’র কুড়িগ্রাম শাখার সভাপতি এআরএম নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মাঈদুল ইসলাম, জামাল উদ্দিন, আব্দুল হাকিম, রফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা জানান, ১৯৭২ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে ইউসিসিএ কর্মচারীদের রাজস্ব খাত থেকে বেতন-ভাতা প্রদান করা হয়। ১৯৮২ সালে আইআরডিপিকে বিআরডিবি (পল্লী উন্নয়ন বোর্ড) রূপান্তরিত করার পর থেকে ইউসিসিএ কর্মচারীদের রাজস্ব খাত থেকে ৭০ শতাংশ স্যালারি সাপোর্ট অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের পরও দুই বছর ধরে বেতন-ভাতা বন্ধ থাকায় ২ হাজার ১৩০ জন কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status