বাংলারজমিন

চবি’র ১৩ শিক্ষার্থী বহিষ্কার ২ জনের সনদ স্থগিত

চবি প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, ৮:৩১ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রমাণিত হওয়ায় ১৩ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং ২ জনের সনদ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ১ জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে, ১২ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী আজগর চৌধুরী।  তিনি বলেন, গতবছর ৪ঠা নভেম্বর আইন বিভাগের প্রথম বর্ষ সমাপনী পরীক্ষায় কাগজপত্র গরমিল পরিলক্ষিত হওয়ায় অনুসন্ধানে প্রক্সিতে ভর্তি হওয়ার প্রমাণ পাওয়ায় ২০১৭-১৮ শিক্ষাবষের্র মাইন নেওয়াজকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া রুহুল আমিন ও মুজাহিদুল ইসলাম নামের দুই শিক্ষার্থী থেকে টাকা, মোবাইল, ল্যাপটপ ছিনতাইয়ের ঘটনায় রসায়ন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবষের্র  মিজানুর রহমান ফকিরকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। গতবছর ১লা মার্চ সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একটি পরীক্ষায় শিমুল দাশ গুপ্তের হয়ে শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবষের্র  শিক্ষার্থী সৈয়দ ফাহিম জাফরি অংশ নেয়ায় তাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া গতবছর ২৮শে অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সির দায়ে বাংলা বিভাগের ২০১১-১২ শিক্ষাবষের্র  জামশেদল কবির ও ইতিহাস বিভাগের ১৩-১৪ শিক্ষাবর্ষের আনোয়ার হোসেনের সনদ স্থগিত করা হয়েছে। একই ঘটনায় আইন বিভাগের ২০১৪-১৫  শিক্ষাবষের্র মোশাররফ হোসন শিকদারকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সের অবৈধ ব্যবহার ও কর্মচারীদের হুমকি প্রদান করায় অর্থনীতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবষের্র  এইচ. এম হাসানুজ্জামানকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া ০৫ ও ০৬ই ফেব্রুয়ারি চট্টগ্রাম শহর ও ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘষের্র ঘটনায় উসকানী ও প্ররোচনা দেয়ায় পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবষের্র   ইমরান নাজির ইমন, নৃ-বিজ্ঞান বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের জিয়াউল হক মজুমদারকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। ১লা ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে মুক্তিযোদ্ধার সন্তান অর্থনীতি বিভাগের এমদাদুল হক ও সাংবাদিকতা বিভাগের ফাহিম হাসানকে মারধরর ও জোরপূর্বক হল বের করে দেয়ায় লোক প্রসাশন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবষের্র  দীপায়ন দেব ও সাব্বিরুল ইসলাম এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একই শিক্ষাবষের্র  অর্নব বড়ুয়া ও আরবি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবষের্র  জোবায়ের আহমেদকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। বন ও পরিবেশবিদ্যা ইনিস্টিটিউটের শিক্ষার্থী রবিউল ও নুসরাত জাহানকে মারধর ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবষের্র   সাব্বির হোসেনকে ১ বছর ও অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবষের্র  মামুনুর রশীদকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, গতকাল ১৮ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। যা গতকাল থেকেই কার্যকর হয়েছে। এসময় বহিষ্কৃতরা ক্যাম্পাস ও হলে অবস্থান করতে পারবে না বলেও তিনি জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status