বাংলারজমিন

মৌলভীবাজারের ৭ উপজেলায় ৮৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

১৯ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, ৯:৪৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারের ৭ উপজেলায়  চেয়ারম্যান পদে ২৪ সহ মোট ৮৮ জন মনোনয়নপত্র জমা দেন। উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিনে জেলায় ৭টি উপজেলায় মোট ৮৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩৭ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২৭ জন প্রার্থী জেলা ও উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এক প্রার্থী হিসেবে মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মো. কামাল হোসেন জমা দেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় যাছাই বাছাই ২০শে ফেব্রুয়ারি, প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা ২৭শে ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ২৮শে ফেব্রুয়ারি। জেলার ৭ উপজেলার মধ্যে মৌলভীবাজার সদর উপজেলা, জুড়ী ও বড়লেখার রির্টানিং অফিসারের দ্বায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুর রহমান। অপরদিকে শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও কুলাউড়ার রিটার্নিং অফিসারের দ্বায়িত্বে রয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল হক।
বড়লেখা: বড়লেখায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জনসহ মোট ১৪ জন প্রার্থী সোমবার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন- চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের রফিকুল ইসলাম সুন্দর, মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন ও সোয়েব আহমদ। ভাইস চেয়ারম্যান পদে- বিবেকানন্দ দাস নান্টু, আব্দুন নুর, তাজ উদ্দিন ও আজিজুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাহেনা বেগম হাসনা, আমিনা বেগম ডলি, মুন্না আক্তার মনি, রাজিয়া সুলতানা চৌধুরী, ফারহানা বেগম, নাজমা বেগম ও হাজেরা বেগম।
জুড়ী:  গুলশান আরা মিলি (নৌকা), কিশোর রায় চৌধুরী মনি,এম এ মুহিদ ফারুক। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদের  প্রার্থী হলেন- জুয়েল আহমদ, মো. আব্দুস শহিদ, রিংকু রঞ্জন দাশ, গোলাম জাকারিয়া, সুমন্ত বাউড়ী, শামিম আহমদ। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদের ৩ প্রার্থী হলেন- রঞ্জিতা শর্মা, আজিবুন খানম ও শিল্পি বেগম।
কুলাউড়া: চেয়ারম্যান পদে আ,স,ম কামরুল ইসলাম (নৌকা), একেএম শফি আহমদ সলমান (স্বতন্ত্র), নবাব আলী নকী খান (স্বতন্ত্র), সৈয়দ মহি উদ্দিন হোসেন (স্বতন্ত্র)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) মতিউর রহমান মতই, আহবাব হোসেন রাসেল, ফজলুল হক খান শাহেদ, মাহবুবুর রহমান মান্না, আব্দুল আহাদ, হুমায়ুন কবির সাহান, রাজকুমার কুমার কালোয়ার রাজু। ভাইস চেয়ারম্যান (মহিলা) নেহার বেগম, মোছাম্মাৎ শাহানারা আক্তার, ফাতেহা ফেরদৌস চৌধুরী।
রাজনগর: চেয়ারম্যান পদে মিছবাহুদ্দোজা ভেলাই, বীর মুক্তিযোদ্ধা আছকির খান, এডভোকেট আব্দুল মতিন চৌধুরী,সাতির মিয়া,প্রবাসী শাহজাহান খান,নুরে আলম জিকু। ভাইস চেয়ারম্যান পদে ফারুক আহমদ, অনদি রঞ্জন দাশ, সাইফুল আহমদ ছফু, শাহেদুজ্জামান আনসারী মনাই, লুৎফুর রহমান ও আলাল মোল্লা আলাল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডলি বেগম, মুক্তিরানী চক্রবর্তী, সুমাইয়া আক্তার সুমি ও হাসনা আক্তার। শ্রীমঙ্গল: চেয়ারম্যান পদে রনধীর কুমার দেব, জাকের পার্টির মনোনীত আব্দুল কাউয়ুম, স্বতন্ত্র প্রার্থী আফজল হক। ভাইস চেয়ারম্যান পদে প্রেমসাগর হাজরা, এনাম হোসেন চৌধুরী, মো. লিটন আহমেদ, এম এ রহিম নোমানী, পরিমল দাশ, হাসানুল হক দুলাল। মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, মিতালী দত্ত, মোছা. শিরিনা আক্তার, হাজেরা খাতুন, পারভীন চৌধুরী। মৌলভীবাজার সদর: চেয়ারম্যন পদে একক প্রার্থী হলেন- মো. কামাল হোসেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আলউর রহমান টিপু, ভিপি আব্দুল মতিন, এমদাদাদুর রহমান রেনু। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে শাহিন রহমান, রাশিদা খান, মিতা ভুঁইয়া ও মিলি আছিয়া রহমান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status