অনলাইন

রহমান শেলীর 'মা'

স্টাফ রিপোর্টার

১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ২:৪৮ পূর্বাহ্ন

 ক্রাইম ফিকশন ও গোয়েন্দা লেখক রহমান শেলী এবার একটি ভিন্ন কাহিনী অবলম্বনে বই 'মা' লিখেছেন। বইটি বইমেলায় এনেছে পাঞ্জেরী প্রকাশনা। মেলার প্রথম দিকে বই আসবে বলে জানান প্রকাশক। মেলায় এটি ছাড়াও আরো ৩ টি বই আসবে এই লেখকের। নাম আয়েসী চোর (গোয়েন্দা), অদ্ভুতরে (ভূত) ও মৃত্যুর আগে সত্যটি বলে যেতে চাই (ক্রাইম ফিকশন)। বলেছিলাম, মা উপন্যাসের কাহিনী একটু ভিন্ন রকমের। যা উপন্যাসের ফ্ল্যাপের লেখা থেকে জানা যায়, এ এক অন্যরকমের আখ্যান যা সাধারন মানুষের বোধের জগতকে নাড়া দেবে। এ উপন্যাসে পাঠক খুঁজে পাবে এক ভিন্ন আবেগকে, ভালোবাসাকে। সেলিনা খাতুনের গর্ভে জন্ম নেয়া প্রতিবন্ধী বাবুনকে ঘিরে বেড়ে উঠেছে উপন্যাসের ঘটনা পরম্পরা। আমাদের সমাজ ব্যবস্থায় এখনো অনেক ক্ষেত্রে প্রতিবন্ধী শিশুদের সহজভাবে গ্রহন করা হয় না। তাদের নিয়ে নানা ধরনের টানাপড়েন থাকে। এ উপন্যাসে সেলিনা খাতুন বাবুন নামের প্রতিবন্ধী শিশুর জন্ম দিলে তাকে স্বামীসহ সমাজের এক নতুন চেহারার মুখোমুখি হতে হয়। কিন্তু সেলিনা হার মানার মেয়ে নয়। বাবুন জন্মাবার পর তাকে ছেড়ে চলে যায় তার বাবা। সেলিনা খাতুনের জীবনে নেমে আসে চরম অন্ধকার। তারপর থেকে শুরু হয় সেলিনার কঠিন সংগ্রাম যেখানে বার বার জয়ী হয়েছে একজন মা। মা উপন্যাসের পরতে পরতে লেখক মুন্সিয়ানার সঙ্গে ফুটিয়ে তুলেছেন একজন সন্তানকে নিয়ে একজন মমতাময়ী মায়ের এক অনুপম ভালোবাসার কাহিনি যেখানে পাঠক নিজেকে গভীরভাবে খুঁজে পাবেন। সম্পৃক্ত করবেন। উপন্যাসটি পাঠ করে আমাদের সমাজে জন্ম নেয়া প্রতিবন্ধী শিশুদের জন্য পাঠকের মনে তৈরি হবে এক ধরনের মায়াবি ভালোবাসা- এমন প্রত্যাশা করি। প্রচ্ছদঃ ধ্রব এষ, মূল্যঃ ১৫০, প্রকাশকঃ পাঞ্জেরী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status