অনলাইন

ডাকসু নির্বাচন

ঢাবি ভিসির কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের অবস্থান

অনলাইন ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ২:২০ পূর্বাহ্ন

হলের বাইরে ভোটকেন্দ্রের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামানের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে প্রগতিশীল ছাত্র জোট ও সামাজ্যবিরোধী ছাত্রঐক্য। আজ দুপুরে তারা সেখানে অবস্থান নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেলা ১২টা ৪৫ মিনিটে ভিসি কার্যালয়ের সামনে তারা অবস্থান নেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচনের ভোটকেন্দ্র হলের বাইরে করার দাবিতে শুরু থেকেই শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। এর আগে ভোটকেন্দ্র কোথায় হবে তার সমাধানে গণভোট করতে গত ১৫ই ফেব্রুয়ারি প্রস্তাব দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ।

সংগঠনটি ২০১২ সালে ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয়েছিল। এ সংগঠনের ২৫ জন শিক্ষার্থী ডাকসু নির্বাচন বিষয়ে উচ্চ আদালতে রিট করেন। সেই রিটের প্রেক্ষিতেই  এবার ১১ মার্চ ডাকসু নির্বাচন হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status