অনলাইন

হবিগঞ্জে ভোটকেন্দ্র দখলের ৪ মামলা

জি কে গউছসহ বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে

১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ২:০৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে বিগত সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র দখল, হামলা, মারামারি, আওয়ামী লীগ প্রার্থীর প্রাণনাশের চেষ্টা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে দায়ের করা ৪ মামলায় বিএনপি নেতা জি কে গউছসহ ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আমজাদ হোসেনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। এর আগে এই ৪ মামলায় হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিনে ছিলেন গউছসহ ৪৮ বিএনপি নেতাকর্মীরা। জি কে গউছ হবিগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন। সদ্য সমাপ্ত একাদশ সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের পক্ষ থেকে এসব মামলা দায়ের করা হয়।

মামলা সুত্রে জানা যায়, গত ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন শহরের জে কে এন্ড এইচকে হাইস্কুল, স্টাফ কোয়াটার সরকারী প্রাথমিক বিদ্যালয়, যশেরআব্দা সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শহরতলীর তেতৈয়া ভোট কেন্দ্র দখল, মারপিট, সংসদ সদস্যের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগ এনে কেন্দ্রীয় বিএনপি নেতা ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, তার ছোট ভাই জি কে গাফফারসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের ১২০০ নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজন বাদি হয়ে ৪টি মামলা দায়ের করেন।

গত ২০শে জানুয়ারী মামলার আসামীদের হাইকোর্ট ৪ সপ্তাহের আগাম জামিন দেন। এই জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে গউছসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠায়।


এদিকে জি কে গউছের মুক্তির দাবিতে আদালত পাড়ায় বিক্ষোভ প্রদর্শন করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা এসব মিথ্যে মামলা থেকে জননন্দিত সাবেক পৌর মেয়র জি কে গউছসহ অন্যান্য নেতাদের মুক্তির দাবি জানান। অন্যথায়, তুমুল আন্দোলনের হুঁশিয়ারী প্রদান করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status