অনলাইন

আমতলীতে পাউবোর পুকুর ভরাট, চলছে বাড়ি নির্মাণের প্রস্তুতি

আমতলী (বরগুনা) প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ১:১৬ পূর্বাহ্ন

বরগুনার আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের প্রায় ৫০ বছরের পুরাতন পানি উন্নয়ন বোর্ডের একটি সরকারি পুকুর ভরাট করে বাড়ি নির্মাণ করছেন মো. মজিবুর রহমান নামের কৃষি ব্যাংকের এক মাঠ পরিদর্শক। তিনি বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংক আমতলী শাখায় কর্মরত আছেন। তার দাবি, ওই এলাকায় অনেকেই এভাবে দখল করে বাড়িঘর নির্মাণ করেছেন, তাই তিনিও সেভাবেই বাড়িঘর নির্মাণ করছেন। তবে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন, মজিবুর রহমানকে লিখিতভাবে নোটিশ দেয়া সত্ত্বেও ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

সরজমিনে দেখা যায়, আমতলী পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের চাওড়া মৌজার ৯১৭ নং দাগের প্রায় ১০ শতাংশ জুড়ে একটি পুরানো পুকুর বালু দিয়ে ভরাট করে ফেলছে মজিবুর রহমান। পুকুরটি তড়িঘড়ি করে ভরাট করার পর দেয়াল নির্মাণের কাজও শুরু করেছে তিনি।

স্থানীয়দের দাবি, ওই এলাকায় শত শত মানুষ বসবাস করছে এবং নিত্য প্রয়োজনীয় কাজে পুকুরটি ব্যবহার করা প্রয়োজন। অথচ মজিবুর রহমার ক্ষমতার দাপট দেখিয়ে অবৈধভাবে সরকারি পুকুরটি বালু দিয়ে ভরাট করে ফেলছেন এবং সেখানে বাড়িঘর নির্মাণ শুরু করেছেন। কিন্তু পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের এ বিষয়ে কার্যকরি তেমন কোন পদক্ষেপ নেই।

এ ব্যাপারে মো. মজিবুর রহমান জানান, এ জমিগুলো এক সময় তাদের রেকর্ডিও সম্পত্তি ছিলো। পরে তা পানি উন্নয়ন বোর্ড অধিগ্রহণ করে নেয়। তার দাবি, ওই জমি পরে পানি উন্নয়ন বোর্ডের ফেরৎ দেয়ার কথা ছিলো, তাই তারা পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করেছেন। পানি উন্নয়ন বোর্ড এখনও জমি ফেরত দেয়নি। এদিকে সরকারি পুকুর এভাবে ভরাট করা ঠিক হয়েছে কিনা জানাতে চাইলে মজিবুর রহমান বলেন, এ এলাকায় এভাবে অনেকেই বাড়িঘর করে দীর্ঘদিন বসবাস করে আসছে।  

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের আমতলী উপজেলার দায়িত্বে নিয়োজিত উপ-সহকারি প্রকৌশলী মো. আজিজুর রহমান জানান, মজিবুর রহমানকে এ ব্যাপারে লিখিতভাবে নোটিশ দেয়া হয়েছে কিন্তু তিনি কাজ বন্ধ করেননি। তিনি আরও জানান, কাজ বন্ধ না করলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status