বিশ্বজমিন

রুশ এস-৪০০ ক্রয় থেকে পিছিয়ে আসবে না তুরস্ক

মানবজমিন ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ৯:৪৯ পূর্বাহ্ন

রাশিয়া থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় থেকে তুরস্কের পিছিয়ে আসার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোগান। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর থেকে যত চাপই আসুক না কেনো রুশ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্ক ক্রয় করবে বলে শনিবার নিশ্চিত করেছেন তিনি। রুশ এস-৪০০ ক্রয়ের চুক্তি বাতিলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জানিয়ে দিয়েছে, এস-৪০০ কখনোই ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশভুক্ত হতে পারে না। তাই ন্যাটোর সদস্য হিসেবে তুরস্ক কখনোই এস-৪০০ ক্রয় করতে পারে না। একইসঙ্গে এস-৪০০ ক্রয় করলে তুরস্কের জন্য নির্ধারিত প্রতিরক্ষা সরঞ্জামের প্যাকেজ বাতিল করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সঙ্গে চুক্তি বাতিলের জন্য ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছিল দেশটি। যুক্তরাষ্ট্র থেকে প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলারের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্যাকেজ নেয়ার কথা ছিল তুরস্কের। তাই এরদোগানের এই বক্তব্যের পর সেটি বাতিল হয়ে যাচ্ছে। এ ছাড়া তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ করা হবে না বলেও জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র আভাস দিয়েছে যে, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করায় তুরস্কের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। কিন্তু রাশিয়ার সোচি শহরে ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে ফেরার সময় সাংবাদিকদের এরদোগান বলেন, আঙ্কারা এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় থেকে পিছিয়ে আসবে না। আমরা রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করেছি। তাই এখান থেকে পিছিয়ে আসার কোনো প্রশ্নই আসে না। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট কেনার বিষয়টি ততক্ষণই যৌক্তিক থাকে যতক্ষণ এটি তুরস্কের স্বার্থের বিরুদ্ধে না যায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status