এক্সক্লুসিভ

সালমান এফ রহমানের সঙ্গে আইএফসির কান্ট্রি ম্যানেজারের সৌজন্য সাক্ষাৎ

অর্থনৈতিক রিপোর্টার

১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ৯:৩৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে আইএফসি’র কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, ভুটান ও নেপাল) মিজ ওয়েন্ডি জো ওয়ার্নার সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে আইএফসি’র কর্মকর্তারা বেসরকারি খাত উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকার ও আইএফসি’র চলমান প্রোগ্রাম সম্পর্কে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে অবহিত করেন। আইএফসি’র সিনিয়র ইকোনমিস্ট এম মাশরুর রিয়াজ এবং বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসিফ ইব্রাহিম এ সময় উপস্থিত ছিলেন। সালমান এফ রহমান ব্যবসা-বাণিজ্য সহজ ও সাবলীল করার লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যের প্রসারে এবং সহজীকরণে প্রধানমন্ত্রী যে পরিবর্তন এনেছেন তার ফলাফল পাচ্ছেন ব্যবসায়ী সমাজসহ পুরো দেশের জনগণ।

তিনি বলেন, বর্তমান সরকার বেসরকারি খাতের প্রত্যক্ষ ভূমিকায় এবং সরকারের সহায়তামূলক পদক্ষেপের মাধ্যমে দেশের উন্নয়ন ঘটিয়ে বিভিন্ন মাইলফলক অতিক্রম করতে চায়। তিনি আইএফসিকে তাদের প্রদত্ত সহায়তার জন্য ধন্যবাদ জানান এবং সরকারের সঙ্গে আরো নিবিড়ভাবে কাজ করার জন্য বিশেষ করে প্রযুক্তিগত সহায়তা প্রদানের জন্য আহ্বান জানান। আলোচনায় বৈদেশিক বিনিয়োগের অনুমোদন লাভে মাঝে মাঝে অতিরিক্ত  কালক্ষেপণের বিষয়টি উঠে আসে। উপদেষ্টা জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবহিত। সরকার এসব নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার সংস্কারের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরো সহজ এবং আকর্ষণীয় করার পদক্ষেপ নিচ্ছে। আইএফসি’র কর্মকর্তারা উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে আলোচনায় সন্তোষ প্রকাশ করেন এবং সরকারি ও বেসরকারি খাতের সঙ্গে সমন্বয় করে আইএফসি’র বিভিন্ন কর্মসূচির সফল বাস্তবায়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status