বিনোদন

মধ্যপ্রাচ্যে ‘দেবী’

স্টাফ রিপোর্টার

১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ৮:৩০ পূর্বাহ্ন

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস ‘দেবী’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘দেবী’ এবার মুক্তি পেতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। আসছে ২১শে ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমানসহ ১০টি শহরের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। অনম বিশ্বাস পরিচালিত সরকারি অনুদান ও জয়া আহসানের সি-তে সিনেমা প্রযোজিত ছবি ‘দেবী’। মিডিয়া মেজ ছবিটি মধ্যপ্রাচ্যে পরিবেশনার দায়িত্বে রয়েছে। তাদের সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে এর আগে বাংলাদেশের কোনো চলচ্চিত্র নিয়ে এতটা চাহিদা তৈরি হয়নি। এ বিষয়ে মিডিয়া মেজের উদ্যোক্তা আহমেদ ইখতিয়ার আলম পাভেল বলেন, ‘দেবী’ নিয়ে মধ্যপ্রাচ্যের বাংলা ভাষাভাষীদের আগ্রহ বেশ। তাদের আগ্রহকে সম্মান জানাতেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই জনপ্রিয় চলচ্চিত্রের যাত্রা শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যে। মিডিয়া মেজের ক্রিয়েটিভ ডিরেক্টর হাসিন রহমান রিয়াসাত বলেন, আরব আমিরাতের মধ্যে দুবাইয়ে ভিওএক্স ডেইরা সিটি সেন্টার, নভো ড্রাগন মার্ট টু, শারজাহর নভো মেগা মল, ভিওএক্স শারজাহ সিটি সেন্টার, আবুধাবীর ভিওএক্স ম্যারিনা মল, আল আইন শহরের আল আইন মলে প্রদর্শিত হবে ‘দেবী’। এছাড়া ওমানের রুইয়ি শহরের সিটি সিনেমা, সালালাহের সিটি সিনেমা, সোহারের সিটি সিনেমা, সুরের সিটি সিনেমা এবং বাহরাইনের মানামা শহরে প্রদর্শন হবে ছবিটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status