বাংলারজমিন

তালতলীতে সাংবাদিকের হাত-পা ভেঙে দিলো সন্ত্রাসীরা

তালতলী (বরগুনা) প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৯:৩৬ পূর্বাহ্ন

তালতলীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোস্তফা কামাল (৩৫) নামের এক সাংবাদিককে হাতুড়ি দিয়ে হাত-পা গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। আহত ওই সাংবাদিক মুমূর্ষু অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালের ৩য় তলার অর্থপেডিক্স ওয়ার্ডের ১৪নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলার বড় আমখোলা গ্রামের নাজির বাড়ী জামে মসজিদের কাছে শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক ও তার পরিবার সূত্রে জানা যায়, বরিশালের দৈনিক কীর্তনখোলার তালতলী উপজেলা প্রতিনিধি মোস্তফা কামালের লাউপাড়া বাজারে এসআলম (বইয়ের) লাইব্রেরি অ্যান্ড কম্পিউটার ও ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবসা রয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সে মোটরসাইকেল যোগে লাউপাড়া বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছলে পূর্বে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা গাছের সঙ্গে রশি বেঁধে মোস্তফা কামালের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় কতিপয় চিহ্নিত সন্ত্রাসী কাছে এসে মোস্তফা কামালকে হাতুড়ি পেটা করে উভয় হাত ও পা গুঁড়িয়ে দেয়। পরে তার সঙ্গে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের ১ লাখ ৭০ হাজার টাকা ও একটি এন্ড্রয়েট মোবাইল ফোন লুটে নিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত ডাক্তার মাহবুব মোর্শেদ রানা জানিয়েছে, সাংবাদিক কামালের ডান পায়ের হাঁটুর অবস্থা আশঙ্কাজনক।
তালতলী থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে, কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status