বিনোদন

হীরালাল সেন পদক পেলো ‘কমলা রকেট’

স্টাফ রিপোর্টার

১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৮:২৫ পূর্বাহ্ন

এ বছর ১৮তম ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪২৫’-এ ‘হীরালাল সেন পদক’ পেয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কমলা রকেট’। উৎসবের শেষদিন সন্ধ্যায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ইমপ্রেস টেলিফিল্ম লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের হাতে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পদক তুলে দেন। ছবিটি শ্রীলঙ্কা, ভারতসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করলেও এই প্রথম দেশীয় কোনো পুরস্কারে ভূষিত হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৌমিত্র শেখর, ‘কমলা রকেট’-এর নির্মাতা নূর ইমরান মিঠু, নির্মাতা আবু শাহেদ ইমনসহ চলচ্চিত্রের গুণী ব্যক্তিরা। পুরস্কার গ্রহণ করে ফরিদুর রেজা সাগর বলেন, এবার দেশের মাটিতে ‘কমলা রকেট’ প্রশংসিত হয়ে এই পদকটি পেলো। হীরালাল সেন পদক ইমপ্রেস টেলিফিল্মের জন্য অতি গুরুত্বের। উল্লেখ্য, এ উৎসবটি টিএসসিতে শুরু হয়েছিল ১০ই ফেব্রুয়ারি এবং শেষ হয়েছে ১৫ই ফেব্রুয়ারি। এ উৎসবে পুরস্কারের জন্য প্রতিযোগিতায় ছিল ‘সনাতন গল্প’, ‘দেবী’, ‘মাটির প্রজার দেশে’-সহ মোট ছয়টি ছবি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status