বাংলারজমিন

ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৭:৫৯ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম এ জি ওসমানীর ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগ গণদাবি ফোরামের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ছিল হযরত শাহজালাল (রহ.) এর গোরস্থানস্থ তার মাজার জিয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভা। গতকাল সকালে সিলেট বিভাগ গণদাবি ফোরামের নেতৃবৃন্দ তার মাজার জিয়ারত করেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন। দুপুরে নগরীর সুরমা ম্যানশনস্থ সিলেট বিভাগ গণদাবি ফোরামের কার্যালয়ে ‘বঙ্গবীর ওসমানীর জীবন ও কর্ম’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণদাবি ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ অ্যাডভোকেটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদের পরিচালনায় আলোচনা সভায় ওসমানীর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট জেলা শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী অ্যাডভোকেট, মুক্তিযোদ্ধা মানিক মিয়া, দেওয়ান মসুদ রাজা চৌধুরী, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী (মসুদ মিয়া), যুব সংগঠক কয়েছ আহমদ সাগর, এম.এ. জলিল প্রমুখ। সভায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম এ জি ওসমানীর ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। মহান মুক্তিযুদ্ধ, জীবিত ও মৃত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন স্বরূপ ভবিষ্যৎ প্রজন্মের জানার স্বার্থে স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন ও তার জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। বঙ্গবীর ওসমানীর নাম ব্যতীত অন্য কেউ যাতে নামের সঙ্গে ‘বঙ্গবীর’ শব্দ ব্যবহার করতে না পারে সে জন্য রাষ্ট্রীয়ভাবে নির্দেশনা জারি করার দাবি জানানো হয়। বঙ্গবীর ওসমানীর সিলেট শহরস্থ নিজ বাড়িতে স্থাপিত ওসমানী জাদুঘরের উন্নয়ন ও সম্প্রসারণ করে ওসমানী মুক্তিযোদ্ধা লাইব্রেরি ও মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্র নির্মাণ, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সিলেট জেলার প্রবেশ পথ শেরপুর গোলচত্বর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবীর ওসমানীর ম্যুরাল নির্মাণের দাবি জানানো হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status