বাংলারজমিন

‘জামায়াত অপপ্রয়াস চালাচ্ছে কি-না দেখার বিষয়’

চাঁদপুর প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০১৯, রবিবার, ৭:৫৮ পূর্বাহ্ন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগ প্রসঙ্গে বলেছেন, জামায়াতের মধ্যে যে জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতাকারী ও জঙ্গিবাদী ধারণাগুলো রয়েছে, তা অত্যন্ত সাম্প্রদায়িক। তারা যদি সেগুলোকে আদর্শ বলে ধারণ করে আরেকটি ভিন্ন নামে সংগঠন করার অপপ্রয়াস কি না সেটিও দেখার বিষয়। তবে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলোকে স্বাগত জানাই। কিন্তু কথাগুলো কী উদ্দেশ্যে তিনি বলেছেন তা পরবর্তী কার্যক্রম দেখলে  বোঝা যাবে। শনিবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ চাঁদপুর শাখার দ্বি-বার্ষিক সমম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। সংগঠনের জেলা শাখার সভাপতি জীবন কানাই চক্রবর্তীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। এ সময় সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী ১ দিনের সফরে বিকালে চাঁদপুর প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠানসহ আরো কয়েকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status