অনলাইন

কিশোরিদের বাল্যবিবাহ না করার শপথ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৬:২৯ পূর্বাহ্ন

নাটোরের বাগাতিপাড়ায় মাধ্যমিক পর্যায়ের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের চারশত কিশোরী একসাথে বাল্যবিবাহের বিরুদ্ধে শপথ নিয়েছে। তাদের সাথে শপথ নিয়েছেন কাজী, ইমাম ও ইউপি সদস্যরা। শনিবার দুপুরে উপজেলার সাইলকোনা ডিগ্রি কলেজ মাঠে ছাত্রীদের সাথে ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের বিভিন্ন মসজিদের ২১ জন ইমাম, ১ জন কাজী এবং ৯ জন ইউপি সদস্য এ শপথ নেন। ইউএনও নাসরিন বানু তাদের শপথ বাক্য পাঠ করান।  

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এর সক্ষমতা বৃদ্ধি উপ-প্রকল্পের আওতায় ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে কিশোরী সমাবেশের আয়োজন করে উপজেলা পরিষদ প্রশাসন। বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সেবা, বাল্য বিয়ে ও যৌতুক নিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাটোর স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম রাব্বী। ইউএনও নাসরিন বানু’র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, রিসোর্স পারসোন মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, ইউজিডিপি এর উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জাকিয়া সুলতানা, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জহুরুল ইসলাম প্রমুখ।  
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status