অনলাইন

মা বাবাকে পিটিয়ে কারাগারে মাদকাসক্ত ছেলে

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৩:০৭ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধা বাবা ও মাকে মারধর করে বাড়িঘর ছাড়া করা ও নেশার টাকার জন্য উচ্ছশৃঙ্খল আচরণ করার অপরাধে নাছির উদ্দিন (৩৭) নামে এক বখাটেকে ২ বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে এ দন্ডাদেশ দেন।

কাশিমনগর ফাঁড়ির এসআই শাহ আলম জানান, চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ছেলে নাছির উদ্দিন (৩৭) প্রায়ই নেশার টাকার জন্য ও নেশাগ্রস্থ হয়ে মা বাবাকে মারধর করে। অবাধ্য ছেলের অত্যাচারে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেয় মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও তার স্ত্রী। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা আবুল কাশেম অভিযোগ করলে অভিযান চালিয়ে নাছির উদ্দিনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাকে এ দন্ডাদেশ দেন।

মুক্তিযোদ্ধা আবুল কাশেম জানান, তার ৭ ছেলেমেয়ের মধ্যে নাছির উদ্দিন বড়। প্রায়ই নেশার টাকার জন্য পরিবারের সদস্যদের মারধর করে। তার মা ও সে নিজে আত্মরক্ষার্থে অন্যত্র পালিয়ে রয়েছেন। প্রায় ৪ বছর আগে নাছির উদ্দিনের স্ত্রী ও তার নেশাগ্রস্থ জীবন উচ্ছশৃঙ্খল আচরণের কারণে বাবার বাড়ি চলে গেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status