বিনোদন

১৪ই এপ্রিল থেকে দীপনের ‘মনের জাদুকর’

স্টাফ রিপোর্টার

১৬ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ১:০১ পূর্বাহ্ন

একটি শিশুর মনকে চালিত করে নানা রকমের আবেগ। এই আবেগগুলোকে যদি মানুষের মতো চিত্রায়ণ করা যায়, তাহলে কী হবে? সে রকম একটি ভাবনা থেকেই নির্মিত হচ্ছে দুরন্ত টিভির জন্য শিশুতোষ ধারাবাহিক ‘মনের জাদুকর’। আর এটির মাধ্যমে আবারো টিভির দর্শকরা দেখতে পারবেন জনপ্রিয় নির্মাতা দীপংকর দীপনের নাটক। ৬৫ পর্বের এই টিভি সিরিজ নিয়ে তিনি জানান, শিশুদের নিয়ে আমি অনেক কাজ করেছি। সিসিমপুরে প্রায় পাঁচ বছর কাজ করেছি। শিশুদের নিয়ে আমার কাজ করতে ভালোলাগে। তাই এই নাটক নিয়ে আমার আগ্রহ অনেক বেশি। আদরের সোনার টুকরা মনের জাদুকরদের সঙ্গে শুটিং করছি। দুরন্ত টিভিতে ১৪ই এপ্রিল থেকে ‘মনের জাদুকর’-এর প্রচার শুরু হবে। পাশাপাশি এর মাধ্যমে দীর্ঘদিন পর বেসরকারি টিভি নাটকে অভিনয় করছেন নন্দিত অভিনেত্রী লাকী ইনাম। এই ধারাবাহিক নাটকে মূল চরিত্র একটি ১০ বছরের শিশু। দুরন্ত টিভির স্বাদ কিন্তু একেবারে আলাদা। কাজের কনসেপ্টটা খুব ভালো লেগেছে। এ জন্য এটিতে যুক্ত হলাম। একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন মতিয়া বানু শুকু। পরিচালক আরো জানান, উত্তরা একটি শুটিং হাউজে এখন নাটকটির দৃশ্য ধারণ হচ্ছে। এরপর মার্চে এফডিসির ইনডোর স্টুডিও টানা শুটিং হবে। এতে আরো অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, গোলাম ফরিদা ছন্দাসহ বেশ কয়েকজন শিশুশিল্পী। উল্লেখ্য, গত দেড় দশকে অসংখ্য দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন নির্মাতা দীপংকর দীপন। এছাড়া ২০১৭ সালে মুক্তি পায় সেই বছরের সেরা ছবি ‘ঢাকা অ্যাটাক’। এ ছবি মুক্তির পর নির্মাতা হিসেবেও তিনি বেশ প্রশংসা পান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status