শেষের পাতা

সরকার গণতন্ত্রের ভান ধরেছে

স্টাফ রিপোর্টার

১৬ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৯:৫৪ পূর্বাহ্ন

অলিখিত বাকশালের মধ্য দিয়ে সরকার গণতন্ত্রের ভান ধরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, সরকার মুখে গণতন্ত্রের লেবাস পরে স্বৈরাচারিতা চালিয়ে যাচ্ছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, অলিখিত বাকশালের মধ্য দিয়ে সরকার গণতন্ত্রের ভান ধরেছে। সরকার একদিকে গণতন্ত্রের কথা বলছে, অন্যদিকে গণতন্ত্রের লেবাস পরে স্বৈরাচারিতা চালিয়ে যাচ্ছে। একটি স্বৈরাচারী সরকারের চেয়েও গণতন্ত্রের ভানধারী সরকার বেশি ক্ষতিকর। তাই এ বিষয়ে এদেশের মানুষকে সতর্ক হতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে নির্বাসনে দিয়ে তাদের অলিখিত বাকশাল চিরস্থায়ী করতে চায়।

আগামী দিনে আমরা খালেদা জিয়াকে মুক্ত করে বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দেব। তিনি বলেন, বাংলাদেশ এমন একটি দেশ, যার জন্ম হয়েছিল গণতন্ত্রের জন্য। ১৯৭১ সালে লক্ষ মানুষ স্বাধীনতার জন্য জীবন বিসর্জন দিয়েছিল। আজকে স্বাধীনতার ৪৭ বছর পর দেখছি সরকার আবারো গণতন্ত্রকে নির্বাসনে দিয়েছে। এদেশের কোটি কোটি মানুষের প্রশ্ন কেন আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। গণতন্ত্র নির্বাসনে গেলে তো পাকিস্তানের সঙ্গে আমাদের পার্থক্য রইলো না। বিএনপির এই নেতা বলেন, আজকে যারা বাংলাদেশ পরিচালনা করছে। যারা নিজেদেরকে চেতনার দাবিদার বলে। তারা কিভাবে নিজেদের এই দাবিদার মনে করে। কারণ স্বাধীনতা আর গণতন্ত্র এক কথা নয়। ক্ষমতার আশ বাদে পাগল হয়ে মানুষের ভোটাধিকার বিসর্জন দিয়ে, সন্ত্রাসের নির্বাচন দিয়ে আবারো তারা ক্ষমতায় এসেছে। মানববন্ধনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণতন্ত্রকে মুক্ত করতে হলে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমি মনে করি সরকার নিয়ন্ত্রিত ব্যবস্থায় কোনো কিছু হবে না।

মহিলা দলের অনেক বেশি দায়িত্ব রয়েছে। তাদের জন্য এই মানববন্ধন পর্যাপ্ত নয়। প্রতিদিন ১ হাজার মহিলা নিয়ে রাস্তায় আসেন। রাস্তায় থাকেন। দেখবেন খালেদা জিয়া এক মাসের মধ্যে মুক্ত হয়ে আসবেন। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, বিশ্ববাসী দেখেছেন রাজনৈতিক সহিংসতার মধ্য দিয়ে কিভাবে কৌশলে নির্বাচন করেছে। আমরা বলতে চাই আমাদের কথা বলার সুযোগ দেন। আমাদের গণমানুষের অধিকার ফিরিয়ে দেন। বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে দেন। জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস। বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status