এক্সক্লুসিভ

মায়ের প্রতি ভালোবাসা

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

১৫ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ৮:৪৬ পূর্বাহ্ন

ভালোবাসা দিবসে এক অন্য রকম কর্মসূচি। শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে সারিবদ্ধ বেঞ্চে বসে আছেন মমতাময়ী মায়েরা। আর তাদের সামনে মগে পানি ও গামলা নিয়ে দাঁড়িয়ে তাদের সন্তানেরা। এরপর মায়ের পা ধুইয়ে-মুছে দেয় শিক্ষার্থীরা। ভালোবাসা দিবসে এমন ব্যতিক্রমী আয়োজন ছিল রংপুর নগরীর শাশ্বত বাংলা মুক্তিযুদ্ধ জাদুঘর সংলগ্ন মর্নিং গ্লোরী ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ প্রাঙ্গণে। ওই প্রতিষ্ঠানের শতাধিক শিশু শিক্ষার্থী তাদের মায়ের পা ধুইয়ে পুষ্টিগুণ সমৃদ্ধ ওষুধ খাইয়ে দেয়। শিক্ষার্থীদের মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ দেখিয়ে ও আগামী দিনে মায়ের প্রতি যত্মশীল হওয়ার অঙ্গীকার ব্যক্ত করে। এ সময় মায়েরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। মর্নিং গ্লোরী ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজে অধ্যক্ষ রেজিনা সাফরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইনার হুইল ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট সাংবাদিক মেরিনা লাভলী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status