রকমারি

স্মৃতি বিক্রি হয় যে বাজারে

অনলাইন ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৬:৪৪ পূর্বাহ্ন

ভিয়েতনামের একটি বাজার, নাম ওল্ড ফ্লেমস। আট দশটা বাজারের মতো এখানেও থরে থরে সাজানো জামা, জুতা, ঘড়ি, সুগন্ধী, আয়না, চিড়–নী, বই, কার্ড, চাবির রিংসহ অনেক পণ্য। তবে পার্থক্যটা হচ্ছে এসব পণ্য সবই পুরানো, আর অনেক আবেগের। এসব পণ্য বিক্রি করেন যুবক-যুবতীরা।

এই বাজারে যেসব পণ্য বিক্রি করা হয় সেগুলো প্রেমিক প্রেমিকাদের দেয়া উপহার। কোন কারণে ভালোবাসা শুভ পরিণয় না পেলে, উপহারগুলো হয়ে পড়ে মূল্যহীন। সাবেক প্রেমিক বা প্রেমিকার দেয়া এই উপহারগুলো সাধারণত তারা আর ব্যবহার করে থাকেন না। এই উপহারগুলো ফেলে দেয়ায় অপচয় ও পরিবশে দূষণ রোধেই এই ভিন্নধর্মী বাজার।

এই বাজারের উদ্যোক্তা ডিং থ্যাং। তিনি একজন সমাজকর্মী। তিনি এই বাজারের ব্যপারে সকলকে আগ্রহী করে তোলেন। আর তারা পণ্যগুলো বিক্রির পর সেই অর্থ রেখে যান একটি বাক্সে। আর এই অর্জিত অর্থ ব্যবহৃত হয় দরিদ্র পরিবারের নব বিবাহিত দম্পতীদের সাবলম্বী করবার উদ্দেশ্যে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status