প্রথম পাতা

বাংলাদেশ নিয়ে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তার উদ্বেগ

মানবজমিন ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ১০:২০ পূর্বাহ্ন

বাংলাদেশে ৩০শে ডিসেম্বরের জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ক্ষমতা কুক্ষিগত করার উদ্বেগজনক প্রবণতা ফুটে উঠেছে। এতে বাংলাদেশকে কার্যত একদলীয় রাষ্ট্রে পরিণত করার উদ্যোগ দেখা যাচ্ছে। মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে এসব কথা বলেছেন দেশটির ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কমান্ডার অ্যাডমিরাল ফিলিপ এস ডেভিডসন। মঙ্গলবার তিনি কমিটির সামনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ওপর বিস্তারিত প্রতিবেদন পেশ করেন। এ প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করার ক্ষেত্রে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার।

একই সঙ্গে সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রপন্থা প্রতিরোধ, দুর্যোগের সময় মানবিক সহায়তা ও ত্রাণ কার্যক্রম এবং জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সমর্থন দেয়ার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের স্বার্থ এগিয়ে নেয়ার ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার। রোহিঙ্গা ইস্যুতে অ্যাডমিরাল ফিলিপ এস ডেভিডসন বলেন, মিয়ানমারের ৭ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর উপস্থিতিতে যে মানবিক সংকট সৃষ্টি হয়েছে তার চাপ পড়েছে বাংলাদেশ সরকারের ওপর। তিনি আরো বলেন, বাংলাদেশের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর সম্পর্ক-বিস্তৃত কৌশল ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আন্তর্জাতিক, আইন ভিত্তিক শৃঙ্খলা সমুন্নত রাখার অঙ্গীকারের ভিত্তিতে গঠিত। দু’দেশের এই সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে একটি ফ্রেমওয়ার্ক গড়ে তোলার জন্য অবদান রেখে চলেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status