শেষের পাতা

পঞ্চগড়ে আন্দোলনের মুখে কাদিয়ানীদের জলসা বন্ধ, সংঘাত, অবরোধ

পঞ্চগড় প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ১০:২০ পূর্বাহ্ন

আন্দোলন, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধে কাদিয়ানীদের পূর্বঘোষিত বার্ষিক সালানা জলসা বন্ধ করে দিয়েছে প্রশাসন। এর আগে পঞ্চগড় সদর উপজেলার আহমদনগরে অনুষ্ঠিতব্য এ জলসা বন্ধের দাবিতে বিক্ষুব্ধ জনতা শহরে ও জেলা  শহরে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে লাঠিচার্জ, কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা বেশ ক’টি বাড়িঘর ভাঙচুর করে। এ সময় বেশ ক’জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জসহ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরে বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রশাসন, পুলিশ, বিজিবি ও র‌্যাব এলাকায় টহল দিচ্ছে। ঘটনার পর রাতেই রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমদ, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মহিউস সুন্নাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহেতেশাম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। চিকিৎসাধীন আহতদের দেখতে যান। তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। রাত সাড়ে ৮টার দিকে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ, ঈমান আকিদা রক্ষা কমিটি ও পঞ্চগড় যুব সমাজ নামে কয়েকটি সংগঠনসহ বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল বের করে।

মিছিল শেষে তারা পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্ক মোড় সংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এ সময় কাদিয়ানিবিরোধী বিক্ষুব্ধ লোকজন আহমদনগর এলাকায় যেতে চাইলে পুলিশ করতোয়া ব্রিজের ওপর তাদের পথ রোধ করে। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টা ধরে পুলিশ ও মুসল্লিদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এতে পুলিশ ও বিক্ষুব্ধ লোকজন আহত হয়। পুলিশ ও জনতার ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় আহমদনগর এলাকায় বাড়ি-ঘর দোকান পাটে হামলা চালায় কিছু লোকজন। রাত ৯টা থেকে সোয়া ১১টা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। এ সময় আতঙ্কে পঞ্চগড় বাজারের প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। তবে কত রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে তা পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

জেলা প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার রাত ৮টায় তৌহিদী জনতা ও বিভিন্ন সংগঠনের নেতাদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠকের আয়োজন করে। বৈঠকে জলসা স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়। জলসা স্থগিতের ঘোষণার পরও বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধসহ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। অবশ্য রাত সোয়া ১১টার দিকে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম আজম পঞ্চগড় বাজার জামে মসজিদের মাইকে জেলা প্রশাসন কর্তৃক জলসা অনুষ্ঠানের অনুমতি বাতিলের সিদ্ধান্ত জানিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। কারো প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে সবাইকে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি। আহমদনগর মুসলিম জামাতের প্রেসিডেন্ট তাহের যুগল দাবি করেন, আমাদের ৪০ জনের মতো লোক আহত হয়েছে। এ ব্যাপারে আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট জানান, পৌর মেয়র তৌহিদুল ইসলাম ও আন্দোলনকারী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আমরা অবস্থানরত লোকজনকে প্রশাসন কর্তৃক জলসা স্থগিতের কথা জানাই। কিন্তু তারা নানাভাবে বিভ্রান্ত হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে রাখে।

পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আক্কাস আহমদ জানান, রাতে জেলা প্রশাসন জলসা স্থগিতের সিদ্ধান্ত নেয়। তবে তার আগেই বিভিন্ন স্থান থেকে মুসল্লি ও সাধারণ মানুষ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্ত করতেই পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।

পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ জানান, মুসল্লিদের বিচ্ছিন্ন একটি গ্রুপ এই হামলা করেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি, কারা কারা এর সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, মুসল্লিদের দাবি ছিল আহমদিয়া মুসলিম জামাতের জলসা বন্ধ করলে তারা তাদের দাবি দাওয়া তুলে নেবে। আমরা তাদের জলসা স্থগিত করার ঘোষণা দেয়ার পরও তারা এই ঘটনা ঘটিয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহেতেশাম রেজাকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status