শেষের পাতা

বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে উস্কানিমূলক বক্তব্য না দেয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার, টঙ্গী থেকে

১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ১০:১৯ পূর্বাহ্ন

বিশ্ব ইজতেমা সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক করেছেন সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রশাসনের কর্মকর্তারা। বৈঠক থেকে ইজতেমার বয়ান ও  এ সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের উস্কানি না দেয়ার আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী    আসাদুজ্জামান খান কামাল বলেন, টঙ্গীর বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে কোন পক্ষ উস্কানিমূলক বক্তব্য না দেয়ার আহ্বান জানাচ্ছি। কেউ এ ধরনের তৎপরতা চালালে তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে অনেক তৎপর রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বিশ্ব ইজতেমায় আসতে ভিসার জন্য আবেদন করবেন, তারা যেন দ্রুত ভিসা পান সে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া তাবলিগের মুরব্বীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা দীর্ঘ ৫৪ বছর ধরে একত্রে চলেছেন একই প্লেটে খেয়েছেন, আমি আশা করবো আপনারা এবারও একত্রিত হয়ে বিশ্ব ইজতেমাকে সুন্দরভাবে সফল করবেন এবং আগের মতো মিলেমিশে চলবেন।

গতকাল দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী অঞ্চল-১ মিলনায়তনে আয়োজিত সভা সঞ্চালনা করেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজিপি ডা.  মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, গাজীপুর পুলিশ কমিশনার ওয়াইএম বেলালুর রহমান, পুলিশ সুপার শামসুন্নাহারসহ তাবলিগের দুই পক্ষের জিম্মাদাররা।

উল্লেখ্য, আগামী ১৫ই ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। ইজতেমাকে সামনে রেখে ময়দানের প্রস্তুতি কাজ চলছে দ্রুত গতিতে। প্রতিবছর ৩দিন করে দুই দফায় হলেও এবারই ২দিন করে বিরতিহীনভাবে দুইপর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম পর্বে ১৫ ও ১৬ই ফেব্রুয়ারি ওলামা-মাশায়েখ তাবলিগ জামাত বাংলাদেশ-এর শীর্ষ মুরব্বী ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জোবায়ের আহমেদের অনুসারী মুসল্লিরা অংশ নিবেন। ১৬ ফেব্রুয়ারি শনিবার দুপুরে আখেরি মোনাজাতে অংশ নিয়ে প্রথমপর্বে আগত মুসল্লীরা রাতের মধ্যে ময়দান ত্যাগ করবেন। পরে মাওলানা সা’দ আহমাদ কান্ধলভীর অনুসারী মুসল্লিরা ১৭ই ফেব্রুয়ারি রোববার বাদ ফজর থেকে দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিবেন। ১৮ই ফেব্রুয়ারি মধ্যাহ্নের পূর্বে যে কোনো এক সময় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে। প্রতিপর্ব ইজতেমা কার্যক্রম শেষে জিম্মাদারগণ ময়দানের দায়িত্ব প্রশাসনের কাছে বুঝিয়ে দিয়ে যাবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status