খেলা

আবাহনীকেও হারাতে চায় আরামবাগ

স্পোর্টস রিপোর্টার

১২ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, ৯:৫৮ পূর্বাহ্ন

আগামী ৯ই মার্চ কম্বোডিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচকে সামনে রেখেই দল গঠনের কাজ করেছেন জাতীয় দলের কোচ জেমি ডে। শুধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ নয় ইংলিশ এই কোচের চোখ চ্যাম্পিয়নশিপ লীগেও। গতকালও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখতে কমলাপুর স্টেডিয়ামে ছুটে গিয়েছিলেন জেমি ডে। টিএন্ডটি ও অগ্রণী ব্যাংকের ম্যাচ দেখে ফেরার পথে জেমি ডে বলেন, এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বকে সামনে রেখেই আমি দল তৈরি করতে চাইছি। এ কারণেই নতুনদের পরখ করে দেখার জন্য এই ম্যাচ দেখতে গিয়েছিলাম। এদিকে আজ বাংলাদেশ প্রিমিয়ার লীগে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে স্বাগতিক আরামবাগের মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্সের মুখোমুখি হবে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। এই দুই ম্যাচের মধ্যে ব্রাদার্স ও শেখ জামালের ম্যাচটি দেখার ইচ্ছা আছে জেমি ডের।
প্রিমিয়ার লীগে এখন পর্যন্ত দুর্বার আরামবাগ ক্রীড়া সংঘ। হোম ভেন্যু ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়ামে খেলা চার ম্যাচের মধ্যে তিনটিতেই জয় পেয়েছে তারা। এই ভেন্যুতে এবার আবাহনীকে বধ করার পরিকল্পনা আটছেন দলটির কোচ মারুফুল হক। তার বিশ্বাস ছেলেরা যেভাবে খেলছে সেটা ধরে রাখতে পারলে এই ম্যাচেও জয় সম্ভব। ঘরের মাঠে শেখ রাসেলের কাছে ১-০ গোলে হার দিয়ে লীগ শুরু করা আরামবাগ পরের তিন ম্যাচে হারিয়েছে মোহামেডান, সাইফ ও চট্টগ্রাম আবাহনীকে। তবে পঞ্চম ম্যাচে শেখ জামালের কাছে হার মানে মতিঝিল ক্লাব পাড়ার দলটি। তবে এদিক দিয়ে ভালো অবস্থানে ঢাকা আবাহনী। এ পর্যন্ত পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান তাদের। এই অবস্থানটাই ধরে রাখতে চান আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রূপু। এদিকে ছন্দ হারানো শেখ জামাল ছন্দ খুঁজে পেয়েছে গত দুই ম্যাচে। টানা তিন ম্যাচে পয়েন্ট হারানো দলটি জয়ের দেখা পেয়েছে চতুর্থ ম্যাচে বিজেএমসিকে ২-০ গোলে হারিয়ে। গত ম্যাচে উড়তে থাকা আরামবাগকে মাটিতে নামিয়ে এনেছে জোসেফ আফুসির শিষ্যরা। আফুসির বিশ্বাস এই ম্যাচেও তার ছেলেরা জয়ের ধারা অব্যাহত রাখবে। ‘লীগ শুরুর দিকে ইনজুরি নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। সলোমন কিংসহ বেশ কয়েকজন ইনজুরিতে ছিল। তারা আস্তে আস্তে সুস্থ জয়ে উঠছে। দলও ভালো খেলছে। আশা করছি আজও বেস্টটা দিয়ে জয় পাবো আমরাই’-বলেন এই নাইজেরিয়ান কোচ। লম্বা লীগে শুরুর তিন ম্যাচের ব্যর্থতা কাটিয়ে উঠে লীগ রেসে যোগ দিবে শেখ জামাল। এমনটাই বিশ্বাস করেন জোসেফ আফুসি। পাঁচ ম্যাচে এ পর্যন্ত শেখ জামালের সংগ্রহ সাত পয়েন্ট। এক ম্যাচ কম খেলা ব্রাদার্সের ঝুলিতে আছে মাত্র তিন পয়েন্ট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status