খেলা

কিউইদের দেশে দ্বিতীয় জয়ের খোঁজে টাইগাররা

স্পোর্টস ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, ৯:৫৭ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডের মাটিতে আগামীকাল নিজেদের ১২তম ওয়ানডে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। আগের ১১ ম্যাচে টাইগারদের জয়ের স্মৃতি মাত্র ১টিতে। সেটি স্কটল্যান্ডের বিপক্ষে ২০১৫ বিশ্বকাপে। পুল ‘এ’র ম্যাচটিতে স্কটিশদের দেয়া ৩১৯ রানের টার্গেট ৬ উইকেট ও ১১ বল হাতে রেখে টপকে যায় মাশরাফি বিন মুর্তজার দল। অর্ধশতক করেন তামিম ইকবাল (৯৫), মাহমুদুল্লাহ রিয়াদ (৬২), মুশফিকুর রহীম (৬০) ও সাকিব আল হাসান (৫২*)। কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে কখনো ওয়ানডে ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের। ১০ ম্যাচের প্রতিটিতেই সঙ্গী হয় হারের হতাশা। এবার লাল-সবুজ জার্সিধারীদের সেই অপূর্ণতা দূর করার চ্যালেঞ্জ। নিউজিল্যান্ডের গিয়ে বাংলাদেশ দল সবশেষ ওয়ানডে সিরিজ (৩-০) খেলেছিল ২০১৬ সালের ডিসেম্বরে।
ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড
দল    ম্যাচ    জয়    হার
বাংলাদেশ    ৩১    ১০    ২১
নিউজিল্যান্ড    ৩১    ২১    ১০
নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে বাংলাদেশ
ম্যাচ    জয়    পরাজয়
১১    ১    ১০


* নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের একমাত্র জয় স্কটল্যান্ডের বিপক্ষে ২০১৫ বিশ্বকাপে। বাকি ১০ ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status