খেলা

ফের শীর্ষে ম্যানচেস্টার সিটি

হ্যাটট্রিক নিয়ে রেকর্ড স্পর্শ আগুয়েরোর

স্পোর্টস ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, ৯:৫৭ পূর্বাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লীগের বড় ম্যাচে চেলসিকে নিয়ে ‘ছেলেখেলা’ করলো ম্যানচেস্টার সিটি। আর ম্যাচে দারুণ হ্যাটট্রিক নিয়ে গর্বের একাধিক রেকর্ডে ঘষামাজা করলেন সার্জিও আগুয়েরো।
রোববার ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে চেলসিকে ৬-০ গোলে বিধ্বস্ত করে শিরোপাধারী ম্যান সিটি। নিজেদের ফুটবল ইতিহাসে গত ২৮ বছরে এটি চেলসির সবচেয়ে বাজে হার। সবশেষ এমন ঘটনায় ১৯৯১এ নটিংহ্যাম ফরেস্টের কাছে ৭-০ গোলে হার দেখেছিল লন্ডন ব্লুরা। চেলসির বিপক্ষে ম্যাচ শেষে ৫৪ বছরের পুরনো এক গর্বের রেকর্ডে নাম ওঠে ম্যানচেস্টার সিটির।  
নিজ মাঠে টানা ১৫ ম্যাচে কমপক্ষে দুই গোল আদায়ের কৃতিত্ব দেখালো সিটি। সবশেষ ১৯৬৫ সালে এমন নজির গড়ে টটেনহ্যাম হটস্পার। রোববার ম্যাচে ৩ গোল নিয়ে প্রিমিয়ার লীগের সর্বাধিক হ্যাটট্রিকের রেকর্ডে অ্যালান শিয়েরারকে স্পর্শ করেন সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। আসরের ইতিহাসে উভয়েরই ১১ হ্যাটট্রিকের কৃতিত্ব। একই দিনে আগুয়েরো স্পর্শ করেন চলতি প্রিমিয়ার লীগের সর্বোচ্চ গোলদাতা মোহাম্মদ সালাহকেও। আসরে সালাহ ও আগুয়েরো পেয়েছেন সমান ১৭ গোল। এদিন জোড়া গোল করেন সিটির ইংলিশ উইংগার রাহিম স্টার্লিং। অপর গোলটি পান জার্মান মিডফিল্ডার ইলকাই গুনদোয়ান।
৭ দিনের ব্যবধানে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন আগুয়েরো। চলতি মৌসুমে এটি আগুয়েরোর তৃতীয় হ্যাটট্রিক আর ক্যারিয়ারের ১৫তম। ম্যান সিটির ফুটবল ইতিহাসে সর্বাধিক ২২২ গোলের রেকর্ড আগুয়েরোরই। আর চেলসির বিপক্ষে ম্যাচ শেষে প্রিমিয়ার লীগেও ম্যানসিটির সর্বাধিক গোলের রেকর্ড নিজের করে নেন এ আর্জেন্টাইন স্ট্রাইকার। ১৬০ গোল নিয়ে আগুয়েরো ছাড়িয়ে গেলেন টসি জনসন ও এরিক ব্রুককে (১৫৮)। রোববার এক ল্যান্ডমার্কও স্পর্শ করেন আগুয়েরো। সিটির জার্সি গায়ে প্রিমিয়ার লীগে ২০০ গোলে অবদান তার (১৬০ গোল, ৪০ অ্যাসিস্ট)। আসরে এক ক্লাবের জার্সি গায়ে এমন কীর্তি রয়েছে কেবল ওয়েইন রুনি (ম্যানইউ), রায়ান গিগস (ম্যানইউ), থিয়েরি অঁরি (আর্সেনাল), ফ্রাঙ্ক ল্যাম্পার্ড (চেলসি) ও স্টিভেন জেরার্ড (লিভারপুল)।
চলতি লীগের প্রথম পর্বে চেলসির মাঠে ২-০ গোলে হার দেখেছিল কোচ পেপ গার্দিওলার ম্যান সিটি। সেটাই ছিল এবারের লীগে দলটির প্রথম পরাজয়। রোববার ম্যাচের শুরুর ২৫ মিনিটে চার গোল নিয়ে চেলসির সম্ভাবনা শেষ করে দেয় সিটিজেনরা। চতুর্থ মিনিটে গোল আদায় করেন রাহিম স্টার্লিং। পরে ছয় মিনিটের ব্যবধানে (১৩ ও ১৯) দুই গোল করেন আগুয়েরো। ২৫তম মিনিটে সিটির গোলের হালি পূর্ণ করেন গুনদোয়ান। ২২ গজি শটে গোল আদায় করেন তুর্কি বংশোদ্ভূত এ জার্মান মিডফিল্ডার। দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে স্পট কিকে হ্যাটট্রিক পূরণ করেন আগুয়েরো। গত ৩রা ফেব্রুয়ারি প্রিমিয়ার লীগের অপর আগুনে ম্যাচে আর্সেনালের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ে দলের সবক’টি গোলই করেছিলেন আগুয়েরো। রোববার চেলসির বিপক্ষে ম্যাচের ৮০তম মিনিটে সিটির গোলের ‘হাফ ডজন’ পূর্ণ করেন রাহিম স্টার্লিং।  চলতি লীগে এটি স্টারলিংয়ের দ্বাদশ গোল। লীগে শেষ চার ম্যাচে তৃতীয় হার দেখলো চেলসি। আর্সেনাল ও বোর্নমাউথের কাছে হারের পর গত সপ্তাহে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে ৫-০ গোলে জিতেছিল কোচ উনাই এমেরির দল। ২৭ ম্যাচে ২১ জয় ও দুই ড্রয়ে শীর্ষে ফেরা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৬৫ পয়েন্ট। শনিবার বোর্নমাউথকে ৩-০ গোলে হারানো লিভারপুলের পয়েন্টও ৬৫। তবে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে লিভারপুল। অবশ্য একটি ম্যাচ কম খেলেছে কোচ ইয়ুর্গেন ক্লপের দল। দিনের অন্য ম্যাচে হাডার্সফিল্ড টাউনকে ২-১ গোলে হারানো আর্সেনাল ৫০ পয়েন্ট নিয়ে উঠে এসেছে তালিকার পঞ্চম স্থানে। সমান পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে চেলসি। ২০১৮ মৌসুমের শুরু থেকে এ পর্যন্ত পাঁচটি হ্যাটট্রিক করলেন আগুয়েরো। এ সময় দ্বিতীয় সর্বাধিক দুটি হ্যাটট্রিক পেয়েছেন লিভারপুলের মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লীগে নিজ মাঠে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক নৈপুণ্য দেখানো মাত্র পঞ্চম খেলোয়াড় আগুয়েরো। এমন সর্বশেষ কীর্তিটি ২০১০এ চেলসির আইভরিয়ান স্ট্রাইকার দিদিয়ের দ্রগবার।
প্রিমিয়ার লীগে সর্বাধিক হ্যাটট্রিক
খেলোয়াড়     হ্যাটট্রিক     সর্বশেষ
অ্যালান শিয়েরার     ১১     সেপ্টে. ১৯৯৯
সার্জিও আগুয়েরো     ১১     ফেব্রু. ২০১৯
রবি ফাওলার     ৯     ডিসে. ২০০১
থিয়েরি অঁরি     ৮      মে ২০০৬
হ্যারি কেইন     ৮     ডিসে. ২০১৭
মাইকেল ওয়েন     ৮     ডিসে. ২০০৫
ওয়েইন রুনি     ৮     নভে. ২০১৭
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status