বাংলারজমিন

সিলেটে ব্যবসায়ীদের সঙ্গে মেট্রোপলিটন চেম্বারের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২০১৯-০২-১২

সিলেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। রোববার রাতে এসএমসিসিআইয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেট্রোপলিটন চেম্বারের সচিব মো. জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন এসএমসিসিআইয়ের সভাপতি হাসিন আহমদ। সভায় মেট্রোপলিটন চেম্বার কর্তৃক আয়োজিত সিলেট ৫ম আন্তর্জাতিক বাণিজ্যমেলা আয়োজন নিয়ে সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন। এ সময় হাসিন আহমদ বলেন, স্থানীয় ব্যবসায়ীদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ও প্রতিযোগিতামূলক বিশ্বে দেশীয় উৎপাদিত পণ্যের মান উন্নয়নে এবং নতুন নতুন ব্যবসায়ী উদ্যোক্তা তৈরিতে বাণিজ্যমেলা সহায়ক ভূমিকা পালন করে। বাণিজ্যমন্ত্রণালয়ের পরিপত্রের নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটি চেম্বার বছরে একটি আন্তর্জাতিক বাণিজ্যমেলা আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ২০১৮ সনের মেলা আয়োজনের জন্য অক্টোবর-২০১৮ বাণিজ্যমন্ত্রণালয় থেকে অনুমোদন প্রাপ্ত হয়। আমরা সিলেটের ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে এবং ব্যবসায়ীদের অনুরোধে চলতি মাসের শেষ সপ্তাহে অথবা মার্চের ১ম সপ্তাহে মেলা শুরু করতে যাচ্ছি। সমস্যা সমাধানে সংক্রিয় ভূমিকা পালন করে আসায় ব্যবসায়ীদের পক্ষ থেকে মেট্রোপলিটন চেম্বার নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তারা বলেন, সরকার নির্ধারিত মেলা আয়োজনের বিপক্ষে কোনো সময় ছিলাম না বর্তমানেও নাই। ব্যবসায়ীদের নাম দিয়ে যারা মেলার বিরোধিতা করছে তাদের সঙ্গে জেলা ও মহানগর ব্যবসায়ী সমিতির কোনো সম্পৃক্ততা নেই। এ সময় মেট্রোপলিটন চেম্বারের পক্ষে উপস্থিত ছিলেন- ১ম সহসভাপতি ও বাণিজ্যমেলার আহ্বায়ক আব্দুল জব্বার জলিল, সহসভাপতি হুরায়রা ইফতার হোসেন, প্রাক্তন পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, মাওলানা খায়রুল হোসেন, পরিচালক মো. আব্দুর রহমান রিপন, খলিলুর রহমান মাছুম, পরিচালক মাহমুদ বক্‌স রাজন, মাসুদ জামান, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি মো. আলহাজ শেখ মকন মিয়া, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, সিলেট প্লাজা মার্কেটের সভাপতি মো. আজির উদ্দিন, সিলেট মিলেনিয়াম মার্কেটের শাহ জাকের আহমদসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status