অনলাইন

সাড়ে ৬ হাজার কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া

সংসদ রিপোর্টার

১১ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ৮:০৭ পূর্বাহ্ন

বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থাগুলোর কাছে বিপুল পরিমাণ বিদ্যুত বিল বাকি পড়েছে। বিল বাকি রাখতে বাদ যায়নি আধা সরকারি-বেসরকারি বা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানও। সবশেষ ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত এসব সংস্থাগুলোর কাছে মোট ৬ হাজার ৮৮২ কোটি ৯৫ লাখ টাকা বিদ্যুত বিল বাকি রয়েছে। বিল বকেয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো।

ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সোমবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর প্রশ্নের লিখিত জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর দেয়া তথ্য মতে, বিদ্যুত বিল বকেয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ে ৩২৩ কোটি ৪০ লাখ টাকার বিল বাকি পড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কাছে বিল বাকি ১৪২ কোটি ৪৮ লাখ টাকা।

প্রতিমন্ত্রী জানান, তৃতীয় অবস্থানে থাকা খাদ্য মন্ত্রণালয়ের কাছে ১২৮ কোটি ৩ লাখ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে ৭৮ কোটি ১৬ লাখ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে ৪৮ কোটি ২২ লাখ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ২৭ কোটি ১১ লাখ টাকা বিদ্যুত বিল বকেয়া রয়েছে।

বিদ্যুত বিল বকেয়ার ক্ষেত্রে সর্বনিম্ন শিল্প মন্ত্রণালয়ের কাছে মাত্র ২ হাজার টাকার বিল বাকি পড়েছে। মন্ত্রণালয়ওয়ারি তালিকা অনুযায়ী ৪০টি মন্ত্রণালয়ের কাছে বিদ্যুৎ বিল বাকি ৬৪২ কোটি ৯৮ লাখ। আধা সরকারি/বেসরকারি সংস্থার কাছে ৭৬৩  কোটি ৯০ লাখ, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে ৫ হাজার ৪৭৬ কোটি ৬ হাজার টাকা। সব মিলিয়ে বিদ্যুত বিল বকেয়া রয়েছে ৬ হাজার ৮৮২ কোটি ৯৫ লাখ টাকা।

প্রতিমন্ত্রী জানান, বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের লক্ষ্যে টাস্কফোর্স গঠন করে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। বিল খেলাপী ও অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি জানান, সরকারি বকেয়া আদায়ের ক্ষেত্রে অর্থ বিভাগ হতে বিদ্যুৎ বিল খাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগকে প্রয়োজনীয় অর্থের বরাদ্দ নিশ্চিতকরণ, সরকারি/আধা-সরকারি, স¦ায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের কাছে বকেয়া পাওনা আদায়ের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা করা হয়। সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, বর্তমানে দেশে সর্বমোট ৪ লাখ ৯৫ হাজার কিলোমিটার বিদ্যুৎ সরবরাহ লাইন বিদ্যমান রয়েছে। বর্তমানে বিদ্যুতের কোন সরবরাহ লাইন অকেজো নেই। গ্রামের দিকে তার যেন বর্ষা মৌসুমে ছিঁড়ে না যায় সেদিকে বিশেষ লক্ষ্য রেখে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অপর এক সম্পুরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে ইতোমধ্যে সারাদেশের ৯৩ ভাগ গ্রামে বিদ্যুতায়ন করা হয়েছে। চলতি বছরের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status