বিনোদন

৬১ তম গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন যারা

বিনোদন ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ২:৩৯ পূর্বাহ্ন

অনুষ্ঠিত হয়ে গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬১ তম আসর। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের স্টেপলস সেন্টারে আজ সোমবার জমকালো এ আসরটি অনুষ্ঠিত হয়। বিশ্বের নামি দাবি সংগীত তারকাদের পদচারনায় মুখর হয়ে ওঠে এ অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডে সংগীতের বিভিন্ন বিভাগে পুরস্কার ঘোষনা করা হয়। এর মধ্যে সেরা অ্যালবাম (ক্যাসি মাসগ্র্যাভস-গোল্ডেন আওয়ার), সেরা রেকর্ড এবং গান (চাইল্ডিস গ্যামবিনো:দিস ইজ আমেরিকা), সেরা নতুন শিল্পী ডুয়া লিপা, সেরা পপ (একক) গান (লেডি গাগা: জোয়ান), সেরা পপ (দ্বৈত/দলীয়) গান (লেডি গাগা ও ব্র্যাডলি কুপার : শ্যালো), সেরা ট্র্যাডিশনাল পপ অ্যালবাম (উইলি নেলসন:মাই ওয়ে) এবং সেরা পপ অ্যালবাম এর পুরস্কার পেয়েছেন (আরিয়ানা গ্রান্ডে:সুইটেনার)। এছাড়াও সেরা ড্যান্স রেকর্ডিং সিল্ক সিটি ও ডুয়া লিপা ফিচারিং ডিপলো ও মার্ক রনসন (ইলেক্ট্রিসিটি), সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম (জাস্টিস:ওম্যান ওয়ার্ল্ডওয়াইড), সেরা রক পারফরম্যান্স (ক্রিস কর্নেল:হোয়েন ব্যাড ডাজ গুড), সেরা  মেটাল পারফরম্যান্স (হাই অন ফায়ার: ইলেক্ট্রিক মেসাইয়া), সেরা রক অ্যালবাম (গ্রেটা ভ্যান ফ্লিট:ফ্রম দ্য ফায়ারস), সেরা অলটারনেটিভ অ্যালবাম (বেক:কালারস), সেরা আর অ্যান্ড বি পারফরম্যান্স এইচ.ই.আর. ফিচারিং ড্যানিয়েল সিজার, সেরা আরবান কনটেম্পরারি অ্যালবাম (দ্য কার্টারস:এভরিথিং ইজ লাভ), সেরা র‌্যাপ সং (ড্র্যাক: গড’স প্ল্যান), সেরা র‌্যাপ অ্যালবাম (কার্ডি বি: ইনভেশন অব প্রাইভেসি), সেরা কান্ট্রি অ্যালবাম (ক্যাসি মাসগ্র্যাভস: গোল্ডেন আওয়ার), সেরা মিউজিক্যাল থিয়েটার অ্যালবাম (দ্য ব্র্যান্ড’স ভিজিট), প্রডিউসার অব দ্য ইয়ার ফ্যারেল উইলিয়ামস এবং সেরা মিউজিক ভিডিওর পুরস্কার জিতেছে (চাইল্ডিস গ্যামবিনো: দিস ইজ আমেরিকা)
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status