অনলাইন

সমালোচনায় কাউকে ছাড়লেন না ড. মিজান (অডিওসহ)

কূটনৈতিক রিপোর্টার

১১ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ১০:৫৮ পূর্বাহ্ন

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে রোববার রাজধানীতে দিনব্যাপী এক সেমিনারে জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান প্যানেল স্পিকার হিসাবে বক্তৃতা করছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের ঢাকা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে তার বিষয় ছিল রাইট টু ডেভেলপমেন্ট। ৪০ মিনিটের বক্তৃতায় তিনি নানা প্রসঙ্গ তুলে আনেন। সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ার মোহাম্মাদ এ আরাফাতের সঞ্চালনায় ওই সেশনে সংঘাতময় পরিস্থিতিতে যৌন সহিংসতা বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত প্রমীলা প্যাটেন এবং আইন ও সালিশ কেন্দ্রের প্রধান নির্বাহী শিপা হাফিজাও বক্তৃতা করেন। দীর্ঘ বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ও মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজান বাংলাদেশের মানবাধিকার প্রশ্নে পশ্চিমা দুনিয়ার যে ধারণা তার সঙ্গে ভিন্নমত পোষণ করেন। একই সঙ্গে তিনি রাজনৈতিক কারণে মানবাধিকারের ‘ব্যাখ্যা’ পরিবর্তনের ভুল নীতির নিন্দা করেন। ব্যাংক এবং হল-মার্কের অর্থ লোপাটকে নিয়ে সাবেক অর্থমন্ত্রীর মন্তব্য ‘৪০০০ কোটি টাকা কিছুই না’ উদ্ধৃত করে তিনি এর সমালোচনা করেন। ৭২-এর সংবিধানে মানবাধিকারের সংজ্ঞায় যে অসম্পূর্ণতা বা অপূর্ণতা ছিল তার সমালোচনা করতেও ছাড়েন নি তিনি। বলেন, আজকে সময় এসেছে অতীতের ভুল শোধরানোর। এ সময় তিনি ড. কামালের প্রসঙ্গও টানেন। বলেন, তিনি বঙ্গবন্ধুকে ভুল বুঝিয়েছিলেন। অবশ্য ড. মিজান সমালোচনায় ড. ইউনূস, গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে দেশের শীর্ষ ব্যবসায়ী কাউকেই ছাড় দেন নি। বাংলাদেশের ইকোলজিক্যাল রাইটস প্রসঙ্গে তিনি মাগুর ছড়া গ্যাস ফিল্ডে বিস্ফোরণের দুখজনক ঘটনাটি স্মরণ করেন। তিনি তিস্তা চুক্তি না হওয়ার সমালোচনাও করেন। তার বক্তৃতায়  সরকার প্রবর্তিত  বয়স্কভাতা এবং বিধবা ভাতার সুবিধার অপব্যবহারের প্রসঙ্গও বাদ যায়নি। পাঠকদের জন্য তার বক্তৃতার চুম্বক অংশ অডিওসহ তুলে ধরা হল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status