বাংলারজমিন

লালমনিরহাটে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৪০

লালমনিরহাট প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ১০:০৮ পূর্বাহ্ন

লালমনিরহাটের আদিতমারীতে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পাওয়া ও মনোনয়ন বঞ্চিত সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে  ছাত্রলীগ সাধারণ সম্পাদক, পুলিশসহ আহত হয়েছে ৪০ জন। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এলাকায় বিরাজ করছে উত্তেজনা।
জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে আদিতমারী উপজেলার জন্য চেয়ারম্যান পদে রফিকুল আলমকে দলীয়ভাবে মনোনয়ন দেয়। রফিকুল আলমকে দলীয়ভাবে মনোনয়ন দেয়ায় বঞ্চিত হয়েছে ইমরুল কায়েস ফারুক। আজ সকালে রফিকুল আলম দলীয় মনোনয়ন দিয়ে রফিকুল আলম রংপুর থেকে মহিপুর ঘাট দিয়ে আদিতমারীতে আসার কথা। এ খবরে রফিকুল আলম এর সমর্থকরা মোটরসাইকেল বহর নিয়ে তাকে গ্রহণ করার জন্য দলীয় নেতা-কর্মীরা মহিপুর ঘাট যাওয়ার পথে আদিতমারী আওয়ামী লীগ অফিসে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা অবস্থান নেয়। রফিকুল আলম গ্রুপের সমর্থকদের লাঠিসোটা, রামদা বল্লম ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় মনোনয়ন বঞ্চিত ইমরুল কায়েস গ্রুপ সমর্থকরা। পরে দুই গ্রুপে সংঘর্ষ বেধে যায়। উভয় গ্রুপের লাঠিসোটা ও দেশি অস্ত্রের মহড়া ও সংঘর্ষে আতঙ্ক বিরাজ করে পুরো এলাকায়। সংঘর্ষে আহত হয় উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক বাবু ও একজন পুলিশ সদস্যসহ প্রায় ৪০ জন। এ ছাড়াও রশিদুল ইসলাম, বক্তে জামাল, হাসান, মেহেদীসহ আহতদের অবস্থা অবনতির দিকে গেলে ১০ জনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে আদিতমারী ও লালমনিরহাট সদর পুলিশ পরিস্থিতি মোকাবিলা করে। পরেও আওয়ামী লীগ এর দুই গ্রুপ সমর্থকরা লাঠিসোটা নিয়ে বিভিন্ন স্থানে অবস্থান নেয়। আদিতমারী উপজেলার প্রতিটি মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মনোনয়ন বঞ্চিত ইমরুল কায়েস ফারুক জানান, তার নির্বাচনী মাঠ ভালো ছিল কিন্তু তাকে না দিয়ে টাকার বিনিময়ে রফিকুল আলমকে মনোনয়ন দিয়েছে। এ হামলার জন্য সে রফিকুল আলম সমর্থককে দায়ী করেন। তার সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। ওদিকে রফিকুল আলম জানান, আমার নির্বাচনী মাঠ জয়ে তাই দল খোঁজখবর নিয়ে আমাকে মনোনয়ন দিয়েছে। আজকের এ ঘটনার জন্য ইমরুল কায়েস ফারুক দায়ী। পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ মামলা দায়ের করলে ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status