বাংলারজমিন

গোয়াইনঘাট-জৈন্তাপুরে নৌকার মাঝি হেলাল-লিয়াকত কোম্পানিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী শামীম

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ১০:০৮ পূর্বাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ কে কেন্দ্র করে ২য় ধাপে সিলেটের উপজেলাগুলোর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে গতকাল সকাল ১১টায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। দলের ঘোষিত প্রার্থিদের তালিকায় সিলেটের গোয়াইনঘাটে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী এবং নৌকার মাঝি হিসেবে ঘোষণা করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ গোলাম কিবরিয়া হেলাল। জৈন্তাপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.লিয়াকত আলীর নাম। কোম্পানীগঞ্জের প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে এই তিন উপজেলায় ইতিপূর্বে একাধিক প্রার্থী তৃণমূল, উপজেলা, জেলা থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দৌড়ঝাঁপ করেন। অবশেষে দলের হাই কমান্ড যোগ্যতা দক্ষতা বিবেচনায় নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ তথা নৌকার কাণ্ডারি হিসেবে এসব প্রার্থীদের বাছাই করে নাম ঘোষণা করেন। সকাল ১১টায় ঘোষিত এ সংবাদ গণমাধ্যম, সামাজিক যোগাযোগ ব্যবস্থায় প্রচারিত হলে আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং এসব মনোনীত প্রার্থীদের কর্মী সমর্থক এবং হিতাকাঙ্ক্ষিদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। মিষ্টি বিতরণ এবং সামাজিক যোগাযোগে অভিনন্দন আর শুভ কামনা বার্তায় সিক্ত করা হচ্ছে মনোনীত প্রার্থীদের। গোয়াইনঘাট এবং জৈন্তাপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাৎক্ষণিক কারো অবস্থান পরিলক্ষিত হয়নি। তবে সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন আওয়ামী লীগের অন্যতম মনোনয়নপ্রত্যাশী নেতা হাজী শামীম আহমদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণা দিয়েছেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status