বাংলারজমিন

কুড়িগ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যারা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে

১১ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ১০:০৭ পূর্বাহ্ন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থীকে চূড়ান্ত করা হয়।
মনোনয়ন বোর্ডের সভাশেষে প্রার্থী তালিকা ঘোষণা করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা যায়, কুড়িগ্রামের ৯টি উপজেলায় আওয়ামী লীগ মনোনীত যাদের করা হয়েছে তাদের মধ্যে তিনটি উপজেলায় নতুন মুখ মনোনয়ন পেয়েছেন। তারা হলেন- ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু এবং নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা জামান। চিলমারী উপজেলায় ৬টি ইউনিয়নে ভোটার ১ লাখ ৪২ হাজার ৩৪৮ জন। পুরুষ-৭০ হাজার ৫০০ জন ও মহিলা-৭১ হাজার ৮৪৮জন। ভোট কেন্দ্র-৬১টিতে কক্ষ আছে ৪০৬টি। রৌমারী উপজেলায় ৬টি ইউনিয়নে ভোটার ৯২ হাজার ৬৮৫ জনের মধ্যে পুরুষ-৪৪ হাজার ৭৬৪ জন ও মহিলা-৪৭ হাজার ৯২১ জন ভোটার। ভোট কেন্দ্র-৪৫টিতে কক্ষ আছে ২৬৩টি। রাজিবপুর উপজেলায় ৩টি ইউনিয়নে ভোটার ৫৪ হাজার ৭৯ জনের মধ্যে পুরুষ-২৬ হাজার ৫৩৫ জন ও মহিলা-২৭ হাজার ৫৪৪ জন। ভোট কেন্দ্র-২৭টিতে কক্ষ আছে ১৪৯টি।  
জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, আগামী ১০ই মার্চ ১ম দফায় জেলার ৯টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে মনোয়ন জমা দেবার শেষ দিন ১১শে ফেব্রুয়ারি, মনোনয়ন যাচাই-
বাছাই অনুষ্ঠিত হবে ১২ই ফেব্রুয়ারি এবং ১৯শে
ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের দিন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status