খেলা

প্রস্তুতি ম্যাচে লড়াই শেষে হার, রিয়াদ-মুশফিকের অর্ধশতক

স্পোর্টস ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ৯:৪৪ পূর্বাহ্ন

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে খেলতে নামার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে দুই উইকেটে হার দেখলো টাইগাররা। তবে রান পেয়েছেন মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমানরা। বল হাতে প্রস্তুতিটা খারাপ হয়নি মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসানদেরও। গতকাল লিংকনের বার্ট সাটক্লিফ ওভাল মাঠে প্রস্তুতি ম্যাচে আগে ব্যাটিং শেষে বাংলাদেশের ইনিংস শেষ হয় ২৪৭ রানে। অর্ধশতক হাঁকান মুশফিক-রিয়াদ। জবাবে ৪৯তম ওভারে হার দেখে টিম টাইগার্স। জিত রাভালের ৫২ এবং অ্যান্ড্রু ফ্লেচারের ৯২ রানে ভর করে জয় পায় নিউজিল্যান্ড একাদশ। বল হাতে ২টি করে উইকেট নেন মোস্তাফিজ, মিরাজ ও মাহমুদুল্লাহ। প্রতিপক্ষ দল ২২৭/৪ সংগ্রহ নিয়ে যখন সহজ জয়ের পথে তখন ১৮ রানের মধ্যে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচে রোমাঞ্চ ফেরান টাইগার বোলাররা। বল হাতে নাঈম হাসান ও সৌম্য সরকার নেন ১টি করে উইকেট।
এর আগে ৪৬.১ ওভারে ২৪৭ রানে অলআউট হয় অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বাংলাদেশ একাদশ। শুরুতে লিটন দাস (৩), সৌম্য সরকার (৬), মুমিনুল হক (১) ও মোহাম্মদ মিঠুনের বিদায়ে ৩১/৪ সংগ্রহ নিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পঞ্চম উইকেটে হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহীম। দুজন মিলে যোগ করেন ১০৮ রান। দুজনই পূর্ণ করেন ব্যক্তিগত অর্ধশতক। দলীয় ১৩৯ রানের মাথায় আউট হওয়ার আগে ৮টি চারের মারে ৬১ বলে ৬২ রান করেন মুশফিক। রিয়াদ করেন ৭২ রান। ৮৮ বলের ইনিংসে রিয়াদ হাঁকান ১০টি চার। শেষদিকে বাংলাদেশের সংগ্রহকে আড়াইশর কাছাকাছি নিয়ে যান সাব্বির রহমান। ৬টি চারের মারে ৪১ বলে ৪০ রান করেন সাব্বির। নাঈম হাসান অপরাজিত থাকেন ১৭ রান করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status